স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে