Ajker Patrika

মদ্যপ হয়ে গাড়ি চালানোয় অভিযুক্ত হামজা চৌধুরী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২১: ৫৭
মদ্যপ হয়ে গাড়ি চালানোয় অভিযুক্ত হামজা চৌধুরী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে। আজ খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও ডেইলি মেইল। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে একটি গাড়ি দাঁড় করায় তারা। তারা জানায়, শ্বাসের নমুনা দিতে অস্বীকার করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সেই ব্যক্তি হামজা। তাঁর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। যথাযথ যত্ন এবং মনোযোগ ছাড়াই গাড়ি চালানো এবং প্রাথমিক পরীক্ষায় অসহযোগিতা দেখানোয় অভিযুক্ত হয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

তবে হামজাকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে। অবশ্য অভিযুক্ত হওয়ায় তাঁকে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে।

এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে। হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। 

২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। দলটির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় ২০১৫ সালে। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে। সেখানে গত মৌসুম শেষ করে ফিরেছেন কিং পাওয়ার স্টেডিয়ামে। লেস্টার থেকে সপ্তাহে হামজা বেতন পান ৫০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত