ইউরোপের ফুটবল মৌসুম প্রায় শেষের দিকে। ইতিমধ্যে শীর্ষ পাঁচ লিগের তিনটিতে হয়ে গেছে শিরোপা নিষ্পত্তি। গতকাল মোনাকোর হারে আবারও হ্যাটট্রিক লিগ আঁ জিতেছে পিএসজি। আগের রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করলেও শিরোপার অপেক্ষায় থাকতে হয়নি লুইস এনরিকের শিষ্যদের।
তিন ম্যাচ হারে রেখে লিগ নিশ্চিত করেছে পিএসজি। প্যারিসে নিজের প্রথম মৌসুমে শিরোপা জিতলেন এনরিকে। ইন্টার মিলানের হয়ে প্রথম সিরি আ জিতেছেন সিমোনে ইনজাঘিও। গত সপ্তাহে ঐতিহাসিক মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে স্কুডেট্টো নিশ্চিত করে নেরাজ্জুরিরা।
শীর্ষ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করেছে বেয়ার লেভারকুজেন। নিজেদের ১২০ বছরের ইতিহাসে জার্মান ক্লাবটি প্রথম বুন্দেসলিগা জিতল জাবি আলোনসোর অধীনে। লা লিগাতেও শিরোপা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কার্লো আনচেলত্তির দল ১৩ পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা বার্সেলোনার। আর এক জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল।
তবে প্রিমিয়ার লিগে শিরোপা ভাগ্য ঝুলছে এখনো। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে লিগ শিরোপার যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেটি এখন নেমে এসেছে দুইয়ে। আর্সেনাল নাকি সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? গানারদের ২০ অপেক্ষার অপেক্ষার অবসান নাকি ইতিহাসে প্রথমবার টানা চারবার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়ে আবারও অমরত্ব লাভ করবেন পেপ গার্দিওলা? গতরাতে দুই দলই জিতেছে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম কমে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
এ তো গেল শিরোপা নিষ্পত্তি ও লড়াইয়ে কথা। চলুন দেখে আসি শীর্ষ লিগ থেকে কাদের অবনমন হচ্ছে। সে তালিকায় একেবারে শুরুর দিকে প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেড, সিরি আর সালেরনিতানা ও লা লিগার আলমেরিয়ার। দুই দিন আগে অবনমন হয়েছে এই তিন দলের। নিউক্যাসল ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হওয়ার পর অবনমন হয়েছে শেফিল্ডের। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৫। অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা নটিংহাম ফরেস্টের পয়েন্ট যেখানে ২৬। প্রিমিয়ার লিগে ২৫ ও ২৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবনমন অঞ্চলে আছে লুটন টাউন ও বার্নলি।
সিরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে উড়ে যাওয়ার পর অবনমন ঘটে সালেরনিতানার। ৩৪ ম্যাচে তারা এ মৌসুমে এখন পর্যন্ত পেয়েছে ১৫ পয়েন্ট। অবনমন অঞ্চলে আছে উদিনেস ও সাসসুলোও। লা লিগায় হেতাফের বিপক্ষে হারের পর অবনমন হয় আলমেরিয়ার। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। বাকি পাঁচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৯। ছুঁতে পারবে না অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা সেল্তা ভিগোকে। লা লিগায় অবনমন অঞ্চলে আছে কাদিজ ও গ্রানাদাও। শীর্ষ লিগে থাকতে হলে তাদের বাকি ম্যাচ গুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই।
লিগ আঁয় অবনমন শঙ্কার মধ্যে আছে মেত্জ, লোরিয়াঁ ও ক্লেমন্ত ফুত। তবে তিন দলেরই সুযোগ আছে সেখান থেকে বেরিয়ে আসার। গতরাতে হেইডেনহেইমের বিপক্ষে হারের পর বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে অবনমন হয়েছে ডার্মস্ট্যাডের। সেই শঙ্কায় আছে কোলন ও মেইঞ্জও। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগা ও লিগ আঁয় অবনমন হয় দুই দলের। ১৮ তম স্থানে থাকা দল সুযোগ পায় রেলিগেশন প্লে অফ খেলার।
অবনমিত দল খেলবে নিজেদের লিগের দ্বিতীয় বিভাগে। আর সেখান থেকে সমান সংখ্যক দল ফিরবে প্রথম বিভাগ বা শীর্ষ লিগে। এ ক্ষেত্রে এক মৌসুম পর সবার আগে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপে শীর্ষেই আছে আছে ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। লিডস ইউনাইটেডও স্বপ্ন দেখছে প্রত্যাবর্তনের। ফেরার সম্ভাবনা আছে ইপসউইচ টাউন ও সাদউদাম্পটনেরও। বাকি চার লিগের মধ্যে এখনো কোনো দল ফেরা নিশ্চিত করতে পারেনি। সেই ফেরার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
ইউরোপের ফুটবল মৌসুম প্রায় শেষের দিকে। ইতিমধ্যে শীর্ষ পাঁচ লিগের তিনটিতে হয়ে গেছে শিরোপা নিষ্পত্তি। গতকাল মোনাকোর হারে আবারও হ্যাটট্রিক লিগ আঁ জিতেছে পিএসজি। আগের রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করলেও শিরোপার অপেক্ষায় থাকতে হয়নি লুইস এনরিকের শিষ্যদের।
তিন ম্যাচ হারে রেখে লিগ নিশ্চিত করেছে পিএসজি। প্যারিসে নিজের প্রথম মৌসুমে শিরোপা জিতলেন এনরিকে। ইন্টার মিলানের হয়ে প্রথম সিরি আ জিতেছেন সিমোনে ইনজাঘিও। গত সপ্তাহে ঐতিহাসিক মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে স্কুডেট্টো নিশ্চিত করে নেরাজ্জুরিরা।
শীর্ষ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করেছে বেয়ার লেভারকুজেন। নিজেদের ১২০ বছরের ইতিহাসে জার্মান ক্লাবটি প্রথম বুন্দেসলিগা জিতল জাবি আলোনসোর অধীনে। লা লিগাতেও শিরোপা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কার্লো আনচেলত্তির দল ১৩ পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা বার্সেলোনার। আর এক জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল।
তবে প্রিমিয়ার লিগে শিরোপা ভাগ্য ঝুলছে এখনো। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে লিগ শিরোপার যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেটি এখন নেমে এসেছে দুইয়ে। আর্সেনাল নাকি সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? গানারদের ২০ অপেক্ষার অপেক্ষার অবসান নাকি ইতিহাসে প্রথমবার টানা চারবার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়ে আবারও অমরত্ব লাভ করবেন পেপ গার্দিওলা? গতরাতে দুই দলই জিতেছে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম কমে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
এ তো গেল শিরোপা নিষ্পত্তি ও লড়াইয়ে কথা। চলুন দেখে আসি শীর্ষ লিগ থেকে কাদের অবনমন হচ্ছে। সে তালিকায় একেবারে শুরুর দিকে প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেড, সিরি আর সালেরনিতানা ও লা লিগার আলমেরিয়ার। দুই দিন আগে অবনমন হয়েছে এই তিন দলের। নিউক্যাসল ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হওয়ার পর অবনমন হয়েছে শেফিল্ডের। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৫। অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা নটিংহাম ফরেস্টের পয়েন্ট যেখানে ২৬। প্রিমিয়ার লিগে ২৫ ও ২৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবনমন অঞ্চলে আছে লুটন টাউন ও বার্নলি।
সিরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে উড়ে যাওয়ার পর অবনমন ঘটে সালেরনিতানার। ৩৪ ম্যাচে তারা এ মৌসুমে এখন পর্যন্ত পেয়েছে ১৫ পয়েন্ট। অবনমন অঞ্চলে আছে উদিনেস ও সাসসুলোও। লা লিগায় হেতাফের বিপক্ষে হারের পর অবনমন হয় আলমেরিয়ার। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। বাকি পাঁচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৯। ছুঁতে পারবে না অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে থাকা সেল্তা ভিগোকে। লা লিগায় অবনমন অঞ্চলে আছে কাদিজ ও গ্রানাদাও। শীর্ষ লিগে থাকতে হলে তাদের বাকি ম্যাচ গুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই।
লিগ আঁয় অবনমন শঙ্কার মধ্যে আছে মেত্জ, লোরিয়াঁ ও ক্লেমন্ত ফুত। তবে তিন দলেরই সুযোগ আছে সেখান থেকে বেরিয়ে আসার। গতরাতে হেইডেনহেইমের বিপক্ষে হারের পর বুন্দেসলিগায় প্রথম দল হিসেবে অবনমন হয়েছে ডার্মস্ট্যাডের। সেই শঙ্কায় আছে কোলন ও মেইঞ্জও। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগা ও লিগ আঁয় অবনমন হয় দুই দলের। ১৮ তম স্থানে থাকা দল সুযোগ পায় রেলিগেশন প্লে অফ খেলার।
অবনমিত দল খেলবে নিজেদের লিগের দ্বিতীয় বিভাগে। আর সেখান থেকে সমান সংখ্যক দল ফিরবে প্রথম বিভাগ বা শীর্ষ লিগে। এ ক্ষেত্রে এক মৌসুম পর সবার আগে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপে শীর্ষেই আছে আছে ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। লিডস ইউনাইটেডও স্বপ্ন দেখছে প্রত্যাবর্তনের। ফেরার সম্ভাবনা আছে ইপসউইচ টাউন ও সাদউদাম্পটনেরও। বাকি চার লিগের মধ্যে এখনো কোনো দল ফেরা নিশ্চিত করতে পারেনি। সেই ফেরার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে