যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা।
অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা।
জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা।
পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না।
১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা।
যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা।
অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা।
জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা।
পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না।
১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে