যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা।
অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা।
জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা।
পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না।
১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা।
যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা।
অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা।
জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা।
পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না।
১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১২ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
২ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে