এক মাসও হয়নি, আবারও মুখোমুখি স্পেন-ফ্রান্স। দুই ইউরোপিয়ান জায়ান্টের এবারের লড়াইটা প্যারিস অলিম্পিকের ফাইনালে। আজ রাত ১০টায় পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে সোনার লড়াইয়ে নামবে তারা। অলিম্পিক ফুটবলের ফাইনালে এই প্রথম মুখোমুখি স্পেন-ফ্রান্স।
বার্লিনে গত ১৪ জুলাই ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরো জেতে স্পেন। সেই কীর্তি গড়ার আগে রোমাঞ্চকর সেমিফাইনালে স্প্যানিশরা ২-১ গোলে হারায় ফ্রান্সকে। ১২ বছর পর ইউরোর সিংহাসনে বসা স্পেন কি পারবে ৩২ বছর পর অলিম্পিক ফুটবলের সোনা জিততে?
বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্প্যানিশদের। সেই দুঃখ ভুলতে ইউরোর স্মৃতি ফেরাতে চাইবেন সান্তি দেনিয়ার দল। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সবশেষ সোনা জিতেছিল স্পেন। এরপর আরও দুবার (২০০০,২০২০) ফাইনালে খেললেও করতে পারেনি জয়ের উৎসব। ফেবারিট হিসেবে অলিম্পিকে আসা স্প্যানিশদের অবশ্য এবার মাঠে ফরাসিদের পাশাপাশি সামলাতে হবে প্যারিসের হাজার হাজার দর্শকদের।
১০০ বছর পর প্যারিসে বসেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। সেই ক্রীড়াযজ্ঞের বিভিন্ন ইভেন্টেও দারুণ করছে ফ্রান্স। ফুটবলের ফাইনাল জিতে সোনার সংখ্যাটা স্বাগতিকেরাও বাড়াতে চাইবে; ফরাসিরাও যে ৪০ বছর ধরে ক্ষুধার্ত! ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল তারা। এরপর গেমসে এটিই তাদের প্রথম ফাইনাল। সেই সঙ্গে উত্তরসূরিদের ইউরোতে হারের প্রতিশোধ কি নিতে চাইবেন না থিয়েরি অঁরির শিষ্যরা?
অলিম্পিক ফুটবল হয় বয়সভিত্তিক দল নিয়ে। নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-২৩ দলের মধ্যে থাকতে পারেন তিনজন বেশি বয়সের খেলোয়াড়। ফ্রান্সের ২২ সদস্যের স্কোয়াডে ২০০০ সালের আগে জন্ম নেওয়া ফুটবলার আছেন শুধু দুজন—আলেক্সান্দ্রে লাকাজাত্তে ও জ্যঁ-ফিলিপ মাতেতা। এই দলের কেউ ছিলেন না ইউরোতে। শুধু তিনজন আগে সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলার। তাঁদের মধ্যে কেবল লাকাজাত্তেই একাধিক ম্যাচ খেলেছেন।
তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে স্পেনকে ইউরো জিতিয়েছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেবার কিলিয়ান এমবাপ্পে-আঁতোয়ান গ্রিজমানদের ফ্রান্সকে হারানোর নায়ক লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়াম বয়স ২৩-এর নিচে হওয়ায় অনায়াসে খেলতে পারতেন অলিম্পিকেও। তবে দেনিয়ার দলে ইউরো জেতা অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজ ছাড়া নেই কেউ। ২০০০ সালের আগে জন্ম নেওয়াও কেউ নেই স্পেনের অলিম্পিক দলে। তবে বেশ কয়েকজনের আগে কমবেশি জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
লম্বা সময় ধরে স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্ব সামলাচ্ছেন দেনিয়া। তাঁর অধীনে গত বছর যুব ইউরোতে (অ-২১ দল) অবশ্য রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্প্যানিশদের। অলিম্পিকে সেই দুঃখ ভুলতে চাইবেন তিনি। তবে সাবেক জাতীয় দল সতীর্থ দিদিয়ের দেশম ইউরোতে যেটি পারেননি, অঁরি সেটিই করতে চাইবেন। তবে ফরাসিদের হুমকি দিয়েই রেখেছেন ফারমিন লোপেজ। মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে স্পেনকে জয় এনে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ম্যাচের পর ফাইনালের চাপ সামলানো নিয়ে ইউরো জেতা লোপেজ বলেছেন, ‘এটা আরেকটি আবহ, যেটা আমার পছন্দ। যেকোনো পরিস্থিতি আমরা জয় পেতে পারি। এখন আমরা সোনা চাই।’
এক মাসও হয়নি, আবারও মুখোমুখি স্পেন-ফ্রান্স। দুই ইউরোপিয়ান জায়ান্টের এবারের লড়াইটা প্যারিস অলিম্পিকের ফাইনালে। আজ রাত ১০টায় পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে সোনার লড়াইয়ে নামবে তারা। অলিম্পিক ফুটবলের ফাইনালে এই প্রথম মুখোমুখি স্পেন-ফ্রান্স।
বার্লিনে গত ১৪ জুলাই ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরো জেতে স্পেন। সেই কীর্তি গড়ার আগে রোমাঞ্চকর সেমিফাইনালে স্প্যানিশরা ২-১ গোলে হারায় ফ্রান্সকে। ১২ বছর পর ইউরোর সিংহাসনে বসা স্পেন কি পারবে ৩২ বছর পর অলিম্পিক ফুটবলের সোনা জিততে?
বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্প্যানিশদের। সেই দুঃখ ভুলতে ইউরোর স্মৃতি ফেরাতে চাইবেন সান্তি দেনিয়ার দল। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সবশেষ সোনা জিতেছিল স্পেন। এরপর আরও দুবার (২০০০,২০২০) ফাইনালে খেললেও করতে পারেনি জয়ের উৎসব। ফেবারিট হিসেবে অলিম্পিকে আসা স্প্যানিশদের অবশ্য এবার মাঠে ফরাসিদের পাশাপাশি সামলাতে হবে প্যারিসের হাজার হাজার দর্শকদের।
১০০ বছর পর প্যারিসে বসেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। সেই ক্রীড়াযজ্ঞের বিভিন্ন ইভেন্টেও দারুণ করছে ফ্রান্স। ফুটবলের ফাইনাল জিতে সোনার সংখ্যাটা স্বাগতিকেরাও বাড়াতে চাইবে; ফরাসিরাও যে ৪০ বছর ধরে ক্ষুধার্ত! ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল তারা। এরপর গেমসে এটিই তাদের প্রথম ফাইনাল। সেই সঙ্গে উত্তরসূরিদের ইউরোতে হারের প্রতিশোধ কি নিতে চাইবেন না থিয়েরি অঁরির শিষ্যরা?
অলিম্পিক ফুটবল হয় বয়সভিত্তিক দল নিয়ে। নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-২৩ দলের মধ্যে থাকতে পারেন তিনজন বেশি বয়সের খেলোয়াড়। ফ্রান্সের ২২ সদস্যের স্কোয়াডে ২০০০ সালের আগে জন্ম নেওয়া ফুটবলার আছেন শুধু দুজন—আলেক্সান্দ্রে লাকাজাত্তে ও জ্যঁ-ফিলিপ মাতেতা। এই দলের কেউ ছিলেন না ইউরোতে। শুধু তিনজন আগে সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলার। তাঁদের মধ্যে কেবল লাকাজাত্তেই একাধিক ম্যাচ খেলেছেন।
তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে স্পেনকে ইউরো জিতিয়েছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেবার কিলিয়ান এমবাপ্পে-আঁতোয়ান গ্রিজমানদের ফ্রান্সকে হারানোর নায়ক লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়াম বয়স ২৩-এর নিচে হওয়ায় অনায়াসে খেলতে পারতেন অলিম্পিকেও। তবে দেনিয়ার দলে ইউরো জেতা অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজ ছাড়া নেই কেউ। ২০০০ সালের আগে জন্ম নেওয়াও কেউ নেই স্পেনের অলিম্পিক দলে। তবে বেশ কয়েকজনের আগে কমবেশি জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
লম্বা সময় ধরে স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্ব সামলাচ্ছেন দেনিয়া। তাঁর অধীনে গত বছর যুব ইউরোতে (অ-২১ দল) অবশ্য রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্প্যানিশদের। অলিম্পিকে সেই দুঃখ ভুলতে চাইবেন তিনি। তবে সাবেক জাতীয় দল সতীর্থ দিদিয়ের দেশম ইউরোতে যেটি পারেননি, অঁরি সেটিই করতে চাইবেন। তবে ফরাসিদের হুমকি দিয়েই রেখেছেন ফারমিন লোপেজ। মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে স্পেনকে জয় এনে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ম্যাচের পর ফাইনালের চাপ সামলানো নিয়ে ইউরো জেতা লোপেজ বলেছেন, ‘এটা আরেকটি আবহ, যেটা আমার পছন্দ। যেকোনো পরিস্থিতি আমরা জয় পেতে পারি। এখন আমরা সোনা চাই।’
সংযুক্ত আরব আমিরাতে গত রাতে শুরু হয়েছে ১৭তম এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশসহ ৮ দল এখন মরুর দেশে। সে সময় বিশ্বের আরেক শহর জোহানেসবার্গ থেকে সুখবর দিলেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে দল পেলেন তিনি।
২ মিনিট আগেভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ তাই খেলতে হয়েছে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচটি তাদের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই।
২৫ মিনিট আগেবড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
৯ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১১ ঘণ্টা আগে