লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১৮ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
১ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে