লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে