হাসপাতালের সঙ্গে একপ্রকার বন্ধুত্ব হয়ে গিয়েছিল পেলের। এই বাড়ি ফেরেন তো এই আবার হাসপাতালে। এবার অবশ্য বেশ লম্বা সময় হাসপাতালে কাটাতে হলো এই ফুটবল কিংবদন্তিকে। প্রায় এক মাস পর বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ৮০ বছর বয়সী পেলে।
সেপ্টেম্বরের শুরুতে শারীরিক কিছু সমস্যার কারণে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন পেলে। তখন পরীক্ষা-নিরীক্ষার পর কোলন টিউমার ধরা পড়ে তাঁর। অপারেশনের পর সফলভাবেই সেই টিউমার অপসারণ করা হয়েছে। এরপর তাঁকে কয়েক দফা জেনারেল রুম ও আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন পেলে। তিনি লিখেছেন, ‘যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদ্যাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনো লাফাতে পারব না। কিন্তু গত কয়েক দিন আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।’
বাড়ি ফিরতে পেরে দারুণ খুশি পেলে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছিল। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ।’
হাসপাতালের সঙ্গে একপ্রকার বন্ধুত্ব হয়ে গিয়েছিল পেলের। এই বাড়ি ফেরেন তো এই আবার হাসপাতালে। এবার অবশ্য বেশ লম্বা সময় হাসপাতালে কাটাতে হলো এই ফুটবল কিংবদন্তিকে। প্রায় এক মাস পর বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ৮০ বছর বয়সী পেলে।
সেপ্টেম্বরের শুরুতে শারীরিক কিছু সমস্যার কারণে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন পেলে। তখন পরীক্ষা-নিরীক্ষার পর কোলন টিউমার ধরা পড়ে তাঁর। অপারেশনের পর সফলভাবেই সেই টিউমার অপসারণ করা হয়েছে। এরপর তাঁকে কয়েক দফা জেনারেল রুম ও আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন পেলে। তিনি লিখেছেন, ‘যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদ্যাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনো লাফাতে পারব না। কিন্তু গত কয়েক দিন আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।’
বাড়ি ফিরতে পেরে দারুণ খুশি পেলে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছিল। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ।’
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
১ ঘণ্টা আগেবাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১৩ ঘণ্টা আগে