ক্রীড়া ডেস্ক
আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের গতকাল গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারীর একটি বিশেষ ইউনিট পিডিআই।
দুই দিন আগে জন্ম শহর রোজারিওতে হুমকি পান দি মারিয়া। তাঁকে হুমকি দিয়েছেন এমন তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো, যার বিরুদ্ধে মাদক চোরাচালানের তদন্ত চলছে। সে হুমকি দেওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে সহায়তা করেছেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো।
হুমকি দেওয়া তিন ব্যক্তিকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অপরাধীদের ধরতে সান্তা ফের দুই সরকারি প্রসিকিউটর হাভিয়ের আরজুবি ও পাবলো সোক্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে এক গাড়িতে দি মারিয়ার রোজারিওর বাড়িতে এসে পরিবারের সদস্যকে মেরে ফেলার ইঙ্গিত দিয়ে ফেলে যাওয়া চিঠিতে হুমকিদাতারা লিখেছেন, ‘আপনার ছেলে আনহেলকে বলবেন রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’ মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার রোজারিও শহরটির বেশ বদনাম আছে।
আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের গতকাল গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারীর একটি বিশেষ ইউনিট পিডিআই।
দুই দিন আগে জন্ম শহর রোজারিওতে হুমকি পান দি মারিয়া। তাঁকে হুমকি দিয়েছেন এমন তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো, যার বিরুদ্ধে মাদক চোরাচালানের তদন্ত চলছে। সে হুমকি দেওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে সহায়তা করেছেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো।
হুমকি দেওয়া তিন ব্যক্তিকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অপরাধীদের ধরতে সান্তা ফের দুই সরকারি প্রসিকিউটর হাভিয়ের আরজুবি ও পাবলো সোক্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে এক গাড়িতে দি মারিয়ার রোজারিওর বাড়িতে এসে পরিবারের সদস্যকে মেরে ফেলার ইঙ্গিত দিয়ে ফেলে যাওয়া চিঠিতে হুমকিদাতারা লিখেছেন, ‘আপনার ছেলে আনহেলকে বলবেন রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’ মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার রোজারিও শহরটির বেশ বদনাম আছে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে