Ajker Patrika

আত্মঘাতী গোল করে যে রেকর্ডে বেলজিয়ান ডিফেন্ডার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫: ২১
আত্মঘাতী গোল করে যে রেকর্ডে বেলজিয়ান ডিফেন্ডার

রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই সাধারণ ঘটনা। তবে কিছু কিছু রেকর্ড খেলোয়াড়েরা অবশ্যই ভুলে থাকতে চান। তেমনি এক ‘বিব্রতকর রেকর্ড’ গতকাল লিভারপুল-লেস্টার সিটি ম্যাচে গড়েছেন বাউট ফায়েস। জোড়া আত্মঘাতী গোল করেছেন বেলজিয়ান এই ডিফেন্ডার। 

অ্যানফিল্ডে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল লেস্টার সিটি। চার মিনিটে প্যাটসন ডাকার অ্যাসিস্টে গোল করেছিলেন কিয়েরনান ডিউসবারি হল। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে হোঁচট খায় লেস্টার। ৩৭ মিনিটের সময় লিভারপুল রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড ক্রস করেছিলেন। ফায়েস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান। আর ৪৫ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল করেন লেস্টার ডিফেন্ডার। ২-১ গোলে ম্যাচ জেতে লিভারপুল। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল করলেন ফায়েস। সর্বপ্রথম ১৯৯৯ সালে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল হয়েছিল। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ইউনাইটেড ৩-২ গোলে ম্যাচ জিতেছিল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল

খেলোয়াড়                      বছর        দল           প্রতিপক্ষ
জেমি ক্যারাঘার              ১৯৯৯   লিভারপুল   ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল প্রক্টর                ২০০৩    সাদারল্যান্ড     চার্লটন
জোনাথন ওয়াল্টারস        ২০১৩    স্টোক সিটি     চেলসি
বাউট ফায়েস                 ২০২২    লেস্টার সিটি    লিভারপুল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত