ইতিহাদে গতকাল দারুণ এক দিন কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যান সিটির জার্সিরে প্রথম হ্যাটট্রিক করলেন মিশরের ওমরের মারমুশ। তাঁর হ্যাটট্রিকের দিনে রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রাজিলের গোলরক্ষক এদেরসন।
নিউক্যাসলের বিপক্ষে গত রাতে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে এদেরসনের অবদানই বেশি। ব্রাজিলের গোলরক্ষক নিজেদের বক্স থেকে বেশ বাইরে এসে বল উড়িয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন মারমুশ। তাতে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ৬ অ্যাসিস্টের রেকর্ড এখন এদেরসনের। ব্রাজিলের গোলরক্ষকের শুধু এই মৌসুমেই রয়েছে ৩ অ্যাসিস্ট।
শীতকালীন দলবদলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে মারমুশকে এবার ম্যানচেস্টার সিটি কিনেছে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০২ কোটি টাকা। সিটির জার্সিতে প্রথম চার ম্যাচে কোনো গোলই করতে পারেননি তিনি। সেই মারমুশ গত রাতে করেছেন হ্যাটট্রিক। সিটির হয়ে প্রথম হ্যাটট্রিকের পর তিনি যেন ভাষা হারিয়ে ফেলেছেন। ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘দিনটা অসাধারণ। অনুভূতি বলে বোঝানো যাবে না। এই তিন পয়েন্টের জন্য প্রথম মিনিট থেকে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। দলের জয়ে অবদান রাখতে পেরে সত্যিই অনেক খুশি।’
২৪ ও ৩৩ মিনিটে মারমুশকে গোল করতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান ও স্যাভিনিও। হ্যাটট্রিকের পর মারমুশের উদ্দেশ্যে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন। সিটিকে প্রশংসায় ভাসিয়ে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকেই আমাকে প্রথম দিন থেকে সাহায্য করেছেন। আমি যে এই পরিবারের অংশ, সেটা বোঝাতে চেষ্টা করেছেন। দারুণ এক পরিবেশ ছিল। যেভাবে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন, তাতে তাদের ধন্যবাদ জানাতে চাই।’
ম্যান সিটির অপর গোলটি গত রাতে করেছেন জেমস ম্যাকাটি। ৮৪ মিনিটে তাঁকে (ম্যাকাটি) গোল করতে সহায়তা করেছেন আর্লিং হালান্ড। ২৫ ম্যাচে ১৩ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে সিটির পয়েন্ট ৪৪। তারা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৫৩ ও ৪৭। আর্সেনাল, নটিংহাম ফরেস্ট দুটি দলই ২৫টি করে ম্যাচ খেলেছে।
ইতিহাদে গতকাল দারুণ এক দিন কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যান সিটির জার্সিরে প্রথম হ্যাটট্রিক করলেন মিশরের ওমরের মারমুশ। তাঁর হ্যাটট্রিকের দিনে রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রাজিলের গোলরক্ষক এদেরসন।
নিউক্যাসলের বিপক্ষে গত রাতে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে এদেরসনের অবদানই বেশি। ব্রাজিলের গোলরক্ষক নিজেদের বক্স থেকে বেশ বাইরে এসে বল উড়িয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন মারমুশ। তাতে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ৬ অ্যাসিস্টের রেকর্ড এখন এদেরসনের। ব্রাজিলের গোলরক্ষকের শুধু এই মৌসুমেই রয়েছে ৩ অ্যাসিস্ট।
শীতকালীন দলবদলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে মারমুশকে এবার ম্যানচেস্টার সিটি কিনেছে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০২ কোটি টাকা। সিটির জার্সিতে প্রথম চার ম্যাচে কোনো গোলই করতে পারেননি তিনি। সেই মারমুশ গত রাতে করেছেন হ্যাটট্রিক। সিটির হয়ে প্রথম হ্যাটট্রিকের পর তিনি যেন ভাষা হারিয়ে ফেলেছেন। ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘দিনটা অসাধারণ। অনুভূতি বলে বোঝানো যাবে না। এই তিন পয়েন্টের জন্য প্রথম মিনিট থেকে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। দলের জয়ে অবদান রাখতে পেরে সত্যিই অনেক খুশি।’
২৪ ও ৩৩ মিনিটে মারমুশকে গোল করতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান ও স্যাভিনিও। হ্যাটট্রিকের পর মারমুশের উদ্দেশ্যে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন। সিটিকে প্রশংসায় ভাসিয়ে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকেই আমাকে প্রথম দিন থেকে সাহায্য করেছেন। আমি যে এই পরিবারের অংশ, সেটা বোঝাতে চেষ্টা করেছেন। দারুণ এক পরিবেশ ছিল। যেভাবে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন, তাতে তাদের ধন্যবাদ জানাতে চাই।’
ম্যান সিটির অপর গোলটি গত রাতে করেছেন জেমস ম্যাকাটি। ৮৪ মিনিটে তাঁকে (ম্যাকাটি) গোল করতে সহায়তা করেছেন আর্লিং হালান্ড। ২৫ ম্যাচে ১৩ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে সিটির পয়েন্ট ৪৪। তারা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৫৩ ও ৪৭। আর্সেনাল, নটিংহাম ফরেস্ট দুটি দলই ২৫টি করে ম্যাচ খেলেছে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে