ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। মাঠে যতটুকু খেলতে পারেন, সেটার চেয়ে বেশি সময় কেটে যায় ম্যাচ না খেলে। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে নেইমার মাঠে নামার সুযোগ পাননি বললেই চলে। আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে। যেখানে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল নেইমারের দল। এসতেগলালের বিপক্ষে আল হিলাল পেয়েছিল ৩-০ গোলের জয়। সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাচ্ছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়।
পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন উঠেছিল ঠিকই। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। মাঠে যতটুকু খেলতে পারেন, সেটার চেয়ে বেশি সময় কেটে যায় ম্যাচ না খেলে। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে নেইমার মাঠে নামার সুযোগ পাননি বললেই চলে। আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে। যেখানে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল নেইমারের দল। এসতেগলালের বিপক্ষে আল হিলাল পেয়েছিল ৩-০ গোলের জয়। সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাচ্ছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়।
পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন উঠেছিল ঠিকই। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
২৪ মিনিট আগেবিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
১ ঘণ্টা আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
২ ঘণ্টা আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২ ঘণ্টা আগে