ক্রীড়া ডেস্ক
এগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
জয়, পরাজয়, ড্র—লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার সঙ্গে এরই মধ্যে জিনিস তিনটির সঙ্গে পরিচয় হয়ে গেছে। যেখানে বালাইদোস স্টেডিয়ামে গত রাতে ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই। ম্যাচে ৬০ শতাংশ বলের দখল ছিল বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই পথ হারাতে শুরু করে কাতালানরা। সেলতা ফিগো-বার্সা ম্যাচ ড্র হয় ২-২ গোলে। ম্যাচ শেষে ডিএজেডএনকে ফ্লিক বলেন, ‘এমনটা হতেই পারে। এটা বাজে ম্যাচ ছিল। খেলোয়াড়েরা খুশি না। তারা আজ (গত রাতে) যা খেলেছে, তার চেয়ে আরও ভালো খেলতে পারত।’
৬১ মিনিটে বার্সেলোনাকে গত রাতে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। এমন পরিস্থিতিতে বার্সার ভক্ত-সমর্থকেরা দলের আরও একটি জয় আশা করছিলেন। তবে এমন পরিস্থিতিতেই ম্যাচ ড্র হয়েছে। ৮৪ ও ৮৬ মিনিটে সেলতা ফিগোর গোল দুটি করেন আলফোনসো গনজালেস ও হুগো আলভারেজ। হারের দায় নিয়ে ফ্লিক বলেন, ‘শুধু শেষ কয়েক মিনিটেরই ব্যাপার নয়। আমরা সত্যিই আজ রাতে (গত রাতে) খুব বাজে খেলেছি। যদি ১০০ শতভাগ না দিয়ে খেলতে পারেন, তাহলে জেতার আশা করবেন না। এটা পুরো ম্যাচেরই চিত্র ছিল। আমাদের আরও সৎ থাকতে হবে।’
ম্যাচের একেবারে শেষভাগে এসে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। ৮২ মিনিটে বার্সা মিডফিল্ডার মার্কা কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাঁর লাল কার্ডটি এসেছে জোড়া হলুদ কার্ডের মাধ্যমে। যে গোল দুটি বার্সা হজম করেছে, তার মধ্যে একটিতে দলটির ডিফেন্ডার জুলস কুন্দের দায় রয়েছে। ফ্লিক বলেন, ‘লাল কার্ড ও কুন্দের ভুলটাই প্রমাণ করে ম্যাচে কতটা বাজে খেলেছি আমরা। অনেক ভুল করেছি এবং পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে।’
৩৪ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা রয়েছে শীর্ষে। ১৪ ম্যাচে বার্সা জিতেছে ১১ ম্যাচ, ড্র করেছে ১ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৯। তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের পয়েন্ট ২৭ ও ২৪। এই দল দুটি খেলেছে ১২টি করে ম্যাচ।
এগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
জয়, পরাজয়, ড্র—লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার সঙ্গে এরই মধ্যে জিনিস তিনটির সঙ্গে পরিচয় হয়ে গেছে। যেখানে বালাইদোস স্টেডিয়ামে গত রাতে ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই। ম্যাচে ৬০ শতাংশ বলের দখল ছিল বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই পথ হারাতে শুরু করে কাতালানরা। সেলতা ফিগো-বার্সা ম্যাচ ড্র হয় ২-২ গোলে। ম্যাচ শেষে ডিএজেডএনকে ফ্লিক বলেন, ‘এমনটা হতেই পারে। এটা বাজে ম্যাচ ছিল। খেলোয়াড়েরা খুশি না। তারা আজ (গত রাতে) যা খেলেছে, তার চেয়ে আরও ভালো খেলতে পারত।’
৬১ মিনিটে বার্সেলোনাকে গত রাতে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। এমন পরিস্থিতিতে বার্সার ভক্ত-সমর্থকেরা দলের আরও একটি জয় আশা করছিলেন। তবে এমন পরিস্থিতিতেই ম্যাচ ড্র হয়েছে। ৮৪ ও ৮৬ মিনিটে সেলতা ফিগোর গোল দুটি করেন আলফোনসো গনজালেস ও হুগো আলভারেজ। হারের দায় নিয়ে ফ্লিক বলেন, ‘শুধু শেষ কয়েক মিনিটেরই ব্যাপার নয়। আমরা সত্যিই আজ রাতে (গত রাতে) খুব বাজে খেলেছি। যদি ১০০ শতভাগ না দিয়ে খেলতে পারেন, তাহলে জেতার আশা করবেন না। এটা পুরো ম্যাচেরই চিত্র ছিল। আমাদের আরও সৎ থাকতে হবে।’
ম্যাচের একেবারে শেষভাগে এসে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। ৮২ মিনিটে বার্সা মিডফিল্ডার মার্কা কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাঁর লাল কার্ডটি এসেছে জোড়া হলুদ কার্ডের মাধ্যমে। যে গোল দুটি বার্সা হজম করেছে, তার মধ্যে একটিতে দলটির ডিফেন্ডার জুলস কুন্দের দায় রয়েছে। ফ্লিক বলেন, ‘লাল কার্ড ও কুন্দের ভুলটাই প্রমাণ করে ম্যাচে কতটা বাজে খেলেছি আমরা। অনেক ভুল করেছি এবং পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে।’
৩৪ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা রয়েছে শীর্ষে। ১৪ ম্যাচে বার্সা জিতেছে ১১ ম্যাচ, ড্র করেছে ১ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৯। তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের পয়েন্ট ২৭ ও ২৪। এই দল দুটি খেলেছে ১২টি করে ম্যাচ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে