ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আলোচনা না হয়ে তো কোনো উপায় নেই। কখনো বা তাঁর (ভিনি) সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা নিজে কিছু করে ভাইরাল হয়ে যান তিনি। লাল কার্ড হজম করে ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় পোস্ট।
মেস্তায়া স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি এ বছরের লা লিগার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভেস্কিকে আহত করে ভিনি দেখেছেন লাল কার্ড। অফিশিয়াল এক্স হ্যান্ডলে এরপর ভিনি লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ পোস্ট দেওয়ার পর বিজয়ীর ইমোজি ব্যবহার করেছেন ১৪টি।
ভিনির লাল কার্ড হজমের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট এখন রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। দুই ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আতলেতিকো মাদ্রিদ ১৮ ম্যাচ। বাকি তিন দল ১৯টি করে ম্যাচ খেলেছে।
Perdon y gracias equipo!!!!!! ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾
— Vini Jr. (@vinijr) January 3, 2025
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচটা কম নাটকীয় হয়নি। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগও এরপর পেয়েছিল রিয়াল। ৫৩ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলে শটটি নেন জুড বেলিংহাম। তবে পোস্টে লাগিয়ে সমতায় ফেরার সহজ সুযোগ বেলিংহাম হাতছাড়া করেন। ভিনি যখন লাল কার্ড দেখেছেন, তখনও পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল।
শেষ অংশে গিয়েই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু। বেলিংহামের অ্যাসিস্টে ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদরিচ। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জয়সূচক গোল করেন বেলিংহাম। মদরিচ ৮০ মিনিটে দানি সেবায়োসের পরিবর্তে মাঠে নেমেছেন।
রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আলোচনা না হয়ে তো কোনো উপায় নেই। কখনো বা তাঁর (ভিনি) সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা নিজে কিছু করে ভাইরাল হয়ে যান তিনি। লাল কার্ড হজম করে ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় পোস্ট।
মেস্তায়া স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি এ বছরের লা লিগার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভেস্কিকে আহত করে ভিনি দেখেছেন লাল কার্ড। অফিশিয়াল এক্স হ্যান্ডলে এরপর ভিনি লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ পোস্ট দেওয়ার পর বিজয়ীর ইমোজি ব্যবহার করেছেন ১৪টি।
ভিনির লাল কার্ড হজমের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট এখন রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। দুই ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আতলেতিকো মাদ্রিদ ১৮ ম্যাচ। বাকি তিন দল ১৯টি করে ম্যাচ খেলেছে।
Perdon y gracias equipo!!!!!! ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾
— Vini Jr. (@vinijr) January 3, 2025
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচটা কম নাটকীয় হয়নি। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগও এরপর পেয়েছিল রিয়াল। ৫৩ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলে শটটি নেন জুড বেলিংহাম। তবে পোস্টে লাগিয়ে সমতায় ফেরার সহজ সুযোগ বেলিংহাম হাতছাড়া করেন। ভিনি যখন লাল কার্ড দেখেছেন, তখনও পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল।
শেষ অংশে গিয়েই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু। বেলিংহামের অ্যাসিস্টে ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদরিচ। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জয়সূচক গোল করেন বেলিংহাম। মদরিচ ৮০ মিনিটে দানি সেবায়োসের পরিবর্তে মাঠে নেমেছেন।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে