নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচে কী হয়েছে, সে বিষয়ে একটি কথাও বললেন না অস্কার ব্রুজোন। যা বলার বললেন এক মিনিটে। এই এক মিনিটেই ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ।
ওডিশা এফসির বিপক্ষে এএফসি কাপের শেষ ম্যাচে এক পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলত বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়নদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে রেফারি দুই লানের প্রশ্নবিদ্ধ এক লাল কার্ড। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসরোর গফুরোভকে লাল কার্ড দেখিয়ে বসুন্ধরাকে ১০ জনের দল বানান রেফারি। ওডিশার কাছে ১-০ গোলে হেরে আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলাদেশের দলটির।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেফারির এমন বিমাতাসুলভ আচরণ নতুন কিছু নয় বসুন্ধরার জন্য। ২০২১ সালেও মোহনবাগানের বিপক্ষে সুশান্ত ত্রিপুরাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এগিয়ে থাকা ম্যাচ ড্র করে ছিটকে গিয়েছিল বসুন্ধরা। এবারও তেমন কিছু হতে যাচ্ছে, সেই শঙ্কা ম্যাচের আগেই করেছিলেন ব্রুজোন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অল্প কথায় এএফসির কাছে রেফারিং নিয়ে তদন্ত করার অনুরোধ জানান ব্রুজোন, ‘ফুটবলের স্বার্থে এএফসির উচিত বাংলাদেশের দলের সঙ্গে রেফারি কেন এমন করছে সেটার তদন্ত করা। আগের ম্যাচে আমরা নিজের মাঠে খেলেছি, ম্যাচের পর আমরা রেফারিং নিয়ে অভিযোগ করেছিলাম। আমি আবারও বলছি, ফুটবলের স্বার্থে এএফসি যেন এর তদন্ত করে।’
ওডিশা ম্যাচে রেফারি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মনে করেন ব্রুজোন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’
ম্যাচে কী হয়েছে, সে বিষয়ে একটি কথাও বললেন না অস্কার ব্রুজোন। যা বলার বললেন এক মিনিটে। এই এক মিনিটেই ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ।
ওডিশা এফসির বিপক্ষে এএফসি কাপের শেষ ম্যাচে এক পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলত বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়নদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে রেফারি দুই লানের প্রশ্নবিদ্ধ এক লাল কার্ড। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসরোর গফুরোভকে লাল কার্ড দেখিয়ে বসুন্ধরাকে ১০ জনের দল বানান রেফারি। ওডিশার কাছে ১-০ গোলে হেরে আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলাদেশের দলটির।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেফারির এমন বিমাতাসুলভ আচরণ নতুন কিছু নয় বসুন্ধরার জন্য। ২০২১ সালেও মোহনবাগানের বিপক্ষে সুশান্ত ত্রিপুরাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এগিয়ে থাকা ম্যাচ ড্র করে ছিটকে গিয়েছিল বসুন্ধরা। এবারও তেমন কিছু হতে যাচ্ছে, সেই শঙ্কা ম্যাচের আগেই করেছিলেন ব্রুজোন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অল্প কথায় এএফসির কাছে রেফারিং নিয়ে তদন্ত করার অনুরোধ জানান ব্রুজোন, ‘ফুটবলের স্বার্থে এএফসির উচিত বাংলাদেশের দলের সঙ্গে রেফারি কেন এমন করছে সেটার তদন্ত করা। আগের ম্যাচে আমরা নিজের মাঠে খেলেছি, ম্যাচের পর আমরা রেফারিং নিয়ে অভিযোগ করেছিলাম। আমি আবারও বলছি, ফুটবলের স্বার্থে এএফসি যেন এর তদন্ত করে।’
ওডিশা ম্যাচে রেফারি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মনে করেন ব্রুজোন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’
ঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
৮ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগে