Ajker Patrika

চ্যাম্পিয়ন হওয়াই বড় অর্জন মনে করছেন পিএসজি কোচ

আপডেট : ২২ মে ২০২৩, ১৪: ২৮
চ্যাম্পিয়ন হওয়াই বড় অর্জন মনে করছেন পিএসজি কোচ

লিগ ওয়ানে চলতি মৌসুমের শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়ে ফেলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে যায় পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে লিগ ওয়ান জেতাই হবে বড় অর্জন। 

অ্যাবে দেশম স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল অক্সের। অক্সেরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। ৬ ও ৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৫১ মিনিটে অক্সেরের গোলটি করেন ল্যাসিন সিনায়োকো। ২-১ গোলের জয়ে ২০২২-২৩ লিগ ওয়ান জয় প্রায় নিশ্চিত গালতিয়েরের দলের। ৩৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৪ আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। আর গোল ব্যবধানে লাঁসের চেয়ে ১৬ গোল এগিয়ে পিএসজি। তবু শেষটা ভালো করতে চান গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা শিরোপায় হাত দিয়েই রেখেছে। তবু শেষটা ভালো হওয়া চাই। বিশ্বকাপের পর থেকে মৌসুমটা একটু কঠিনই হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া হবে অনেক বড় অর্জন।’ 

পিএসজির জয়ে গতকাল রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ২ মিনিট ১৪ সেকেন্ডে জোড়া গোল করেছেন, যা সময়ের হিসেবে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম জোড়া গোল করেন ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে। লুসাইলে আর্জেন্টিনার বিপক্ষে ১ মিনিট ৩৫ সেকেন্ডে জোড়া গোল করেন এমবাপ্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত