লিগ ওয়ানে চলতি মৌসুমের শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়ে ফেলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে যায় পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে লিগ ওয়ান জেতাই হবে বড় অর্জন।
অ্যাবে দেশম স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল অক্সের। অক্সেরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। ৬ ও ৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৫১ মিনিটে অক্সেরের গোলটি করেন ল্যাসিন সিনায়োকো। ২-১ গোলের জয়ে ২০২২-২৩ লিগ ওয়ান জয় প্রায় নিশ্চিত গালতিয়েরের দলের। ৩৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৪ আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। আর গোল ব্যবধানে লাঁসের চেয়ে ১৬ গোল এগিয়ে পিএসজি। তবু শেষটা ভালো করতে চান গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা শিরোপায় হাত দিয়েই রেখেছে। তবু শেষটা ভালো হওয়া চাই। বিশ্বকাপের পর থেকে মৌসুমটা একটু কঠিনই হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া হবে অনেক বড় অর্জন।’
পিএসজির জয়ে গতকাল রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ২ মিনিট ১৪ সেকেন্ডে জোড়া গোল করেছেন, যা সময়ের হিসেবে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম জোড়া গোল করেন ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে। লুসাইলে আর্জেন্টিনার বিপক্ষে ১ মিনিট ৩৫ সেকেন্ডে জোড়া গোল করেন এমবাপ্পে।
লিগ ওয়ানে চলতি মৌসুমের শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়ে ফেলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে যায় পিএসজি। কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে লিগ ওয়ান জেতাই হবে বড় অর্জন।
অ্যাবে দেশম স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল অক্সের। অক্সেরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। ৬ ও ৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৫১ মিনিটে অক্সেরের গোলটি করেন ল্যাসিন সিনায়োকো। ২-১ গোলের জয়ে ২০২২-২৩ লিগ ওয়ান জয় প্রায় নিশ্চিত গালতিয়েরের দলের। ৩৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৪ আর সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। আর গোল ব্যবধানে লাঁসের চেয়ে ১৬ গোল এগিয়ে পিএসজি। তবু শেষটা ভালো করতে চান গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা শিরোপায় হাত দিয়েই রেখেছে। তবু শেষটা ভালো হওয়া চাই। বিশ্বকাপের পর থেকে মৌসুমটা একটু কঠিনই হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়া হবে অনেক বড় অর্জন।’
পিএসজির জয়ে গতকাল রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ২ মিনিট ১৪ সেকেন্ডে জোড়া গোল করেছেন, যা সময়ের হিসেবে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম জোড়া গোল করেন ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে। লুসাইলে আর্জেন্টিনার বিপক্ষে ১ মিনিট ৩৫ সেকেন্ডে জোড়া গোল করেন এমবাপ্পে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৬ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৪ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে