Ajker Patrika

রেফারির সিদ্ধান্তে মেজাজ হারালেন রোনালদো

রেফারির সিদ্ধান্তে মেজাজ হারালেন রোনালদো

হতাশায় ক্রিস্টিয়ানো রোনালদোর মেজাজ হারানো যেন স্বাভাবিক ঘটনা। সতীর্থ বা প্রতিপক্ষের খেলোয়াড়, রেফারির ওপর রাগ ঝাড়তে দেখা যায় রোনালদো। গতকাল রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।

গতকাল রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-রায়েদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফাউলের শিকার হয়েছেন রোনালদো। ৫৭ মিনিটে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে বাজেভাবে ট্যাকল করেন আল-রায়েদের মুবারক আব্দুলরহমান আল রাজেহ। রেফারির কাছে পেনাল্টির আবেদন করেও সফল হননি রোনালদো। হতাশায় রেফারির ওপর রাগ ঝেড়েছেন তিনি। শেষ বাঁশি বাজার পরেও হতাশ দেখা গেছে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে। 

আল-নাসরের জার্সিতে টানা তিন ম্যাচ পর গোল করলেন রোনালদো। ম্যাচের ৪ মিনিটে গোল করেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ডের গোলে প্রথমার্ধ ১-০ তে এগিয়ে থেকে শেষ করে আল-নাসর। শেষ পর্যন্ত আল-রায়েদকে ৪-০ গোলে হারায় আল-নাসর। ৪-০ গোলের বড় জয়ে সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান একটু পোক্ত করল আল-নাসর। ২৫ ম্যাচে শেষে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-নাসর। শীর্ষে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৫৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত