Ajker Patrika

মালদ্বীপেই হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপেই হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ 

সাফের স্বাগতিক হতে আবেদন করেছিল মালদ্বীপ ও নেপাল। নেপালের করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাগতিক হিসেবে শেষ পর্যন্ত মালদ্বীপকেই বেছে নিয়েছে সাফ ফুটবল কমিটি। আজ সাফের নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সাংবাদিকদের সঙ্গে জুম মিটিংয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, পাঁচ দলের অংশগ্রহণে ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তবে সাফে অংশ নিতে সরকারের অনুমতি চেয়েছে ভুটান ফুটবল ফেডারেশন। তিন দিনের মধ্যে তারা তাদের সিদ্ধান্ত সাফকে জানাবে। ভুটান শেষ পর্যন্ত অংশ নিলে টুর্নামেন্ট হবে ছয় দলের। 

ছয় দলের সাফ হলে টুর্নামেন্ট হবে গ্রুপ পদ্ধতিতে। ভুটান শেষ পর্যন্ত অংশ না নিলে বাংলাদেশ, ভারত, স্বাগতিক মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের সাফ। প্রথমবারের মতো এবার এককভাবে সাফ আয়োজন করতে যাচ্ছে মালদ্বীপ 

নেপালকে এড়িয়ে কেন মালদ্বীপে হচ্ছে সাফ সে বিষয়ে আনোয়ারুল হক হেলাল বলেন, করোনা কম সংক্রমণ হওয়ায় মালদ্বীপকে বেছে নেওয়া হয়েছে। তাদের ৭০ শতাংশ মানুষজন টিকা নেওয়া হয়ে গেছে। নেপালের করোনা সংক্রমণ অনেক বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত