মধ্যপ্রাচ্যের দেশে লিওনেল মেসির সেরা সাফল্য এসেছে ২০২২ সালে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত বছর সৌদি আরবে গিয়ে প্রীতি ম্যাচও জিতে এসেছেন। আর্জেন্টিনার ফরোয়ার্ড তখন খেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
এক বছরের ব্যবধানে অন্য ক্লাবের হয়ে সৌদি আরবে খেলতে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। এবার তিনি দেখছেন মুদ্রার উল্টো পিঠ। জিততেই পারছে না মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় আল হিলালের কাছে ক্লাব প্রীতি ম্যাচে গত ২৯ জানুয়ারি লড়াই করেও হেরে যায় মায়ামি। সেই ম্যাচে মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছিল আল হিলাল। এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গত রাতে একই মাঠে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল আল নাসর। জয় দূরে থাক, ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি মায়ামি। আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়ে আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েন। মূল একাদশে না থাকা মেসি ৮৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে। তার আগেই (মেসির বদলি হিসেবে নামা) মায়ামি হজম করে ৬ গোল। গ্যালারিতে বসে আল নাসরের এমন দুর্দান্ত জয় উপভোগ করেছেন রোনালদো। বড় ব্যবধানে হারের পর মেসিকে খোঁচা দিয়েছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলালশিখ। এসএসসি টেলিভিশনে আলালশিখ বলেন, ‘মনে হয়েছে যে সে (মেসি) জানত ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছে। আল নাসরের কাছে যে তারা হেরে যাবে, এটা বুঝতে পেরেছিল। তাই সে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আল নাসরের বিপক্ষে হার এড়িয়েছে। মেসির কাছে সৌদি আরব অভিশাপ হয়ে উঠেছে।’
জয় শব্দটি যেন ইন্টার মায়ামির অভিধান থেকে একরকম হারিয়ে গেছে। নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই হেরেছে তাঁরা। বাকি চার ম্যাচে ড্র করেছে। হংকং স্টেডিয়ামে পরশু হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মায়ামি।
মধ্যপ্রাচ্যের দেশে লিওনেল মেসির সেরা সাফল্য এসেছে ২০২২ সালে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। গত বছর সৌদি আরবে গিয়ে প্রীতি ম্যাচও জিতে এসেছেন। আর্জেন্টিনার ফরোয়ার্ড তখন খেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
এক বছরের ব্যবধানে অন্য ক্লাবের হয়ে সৌদি আরবে খেলতে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার এবার খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। এবার তিনি দেখছেন মুদ্রার উল্টো পিঠ। জিততেই পারছে না মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় আল হিলালের কাছে ক্লাব প্রীতি ম্যাচে গত ২৯ জানুয়ারি লড়াই করেও হেরে যায় মায়ামি। সেই ম্যাচে মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছিল আল হিলাল। এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন মেসি। তিন দিনের ব্যবধানে গত রাতে একই মাঠে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল আল নাসর। জয় দূরে থাক, ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি মায়ামি। আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়ে আগেই আল নাসরের দল থেকে বাদ পড়েন। মূল একাদশে না থাকা মেসি ৮৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে। তার আগেই (মেসির বদলি হিসেবে নামা) মায়ামি হজম করে ৬ গোল। গ্যালারিতে বসে আল নাসরের এমন দুর্দান্ত জয় উপভোগ করেছেন রোনালদো। বড় ব্যবধানে হারের পর মেসিকে খোঁচা দিয়েছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলালশিখ। এসএসসি টেলিভিশনে আলালশিখ বলেন, ‘মনে হয়েছে যে সে (মেসি) জানত ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছে। আল নাসরের কাছে যে তারা হেরে যাবে, এটা বুঝতে পেরেছিল। তাই সে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আল নাসরের বিপক্ষে হার এড়িয়েছে। মেসির কাছে সৌদি আরব অভিশাপ হয়ে উঠেছে।’
জয় শব্দটি যেন ইন্টার মায়ামির অভিধান থেকে একরকম হারিয়ে গেছে। নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই হেরেছে তাঁরা। বাকি চার ম্যাচে ড্র করেছে। হংকং স্টেডিয়ামে পরশু হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মায়ামি।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৬ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
৩২ মিনিট আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১২ ঘণ্টা আগে