Ajker Patrika

কানে কানে কী বলেছিলেন মেসি-লেভা?

কানে কানে কী বলেছিলেন মেসি-লেভা?

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।

‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।

সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি। 

কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’ 

একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত