Ajker Patrika

ব্যালন ডি’অর জেতার পর দেম্বেলেকে মেসি, এটা তোমার প্রাপ্য

ক্রীড়া ডেস্ক    
একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তাঁরা দুজন। ছবি: সংগৃহীত
একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তাঁরা দুজন। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে ভক্ত এবং সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এই উইঙ্গার। তাঁকে অভিনন্দন জানাতে ভুলেননি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তাঁর মতে, এবারের ব্যালন ডি’অর দেম্বেলের প্রাপ্য ছিল।

ব্যালন ডি’অর জেতার পথে লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন দেম্বেলে। গত মৌসুমটা স্বপ্নের মতো পার করেছেন তিনি। পিএসজির ট্রেবল জয়ের পথে পালন করেছেন অগ্রনায়কের ভূমিকা। নিজে করেছেন ৩৫ গোল। এছাড়া সতীর্থদের দিয়ে আরও ১৬ গোল করিয়েছেন দেম্বেলে। সব মিলিয়ে তাঁর ব্যালন ডি’অর জেতাটা যেন অবধারিতই ছিল। শেষ পর্যন্ত ফ্রান্সের থিয়েটার দ্যু শাতলে সোনালী ট্রফি উঠেছে দেম্বেলের হাতেই।

ব্যালন ডি’অর জয় উদযাপনের সময় দেম্বেলের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন মেসি। তারকা ফরোয়ার্ড লেখেছেন, ‘অভিনন্দন দেম্বেলে। আমি তোমার জন্য খুব খুশি। এটা তোমার প্রাপ্য ছিল।’

মেসির সঙ্গে দেম্বেলের সম্পর্ক পুরনো। দুজনে একসঙ্গে চার বছর বার্সেলোনার জার্সিতে খেলেছেন। ২০২১ সালের গ্রীষ্মে কাতালান ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এর দুই মৌসুম পর স্প্যানিশ ক্লাব ছাড়েন দেম্বেলে। তাঁর ঠিকানাও হয় পিএসজি। যদিও স্বদেশি ক্লাবটিতে মেসিকে পাননি। কারণ সে মৌসুমেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন এলএমটেন।

মেসি ছাড়াও ব্যালন ডি’অর জয়ী দেম্বেলেকে শুভকামনা জানিয়েছেন ফ্রান্স জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লিখেছেন, ‘উসমান দেম্বেলে, এটা আবেগ আমার ভাই। তুমি এটা হাজার বার প্রাপ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতে ইঁদুর আতঙ্কে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক    
১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অজি মেয়েরা। ছবি: এক্স
১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অজি মেয়েরা। ছবি: এক্স

নারী ওয়ানডে বিশ্বকাপে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। টানা জয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। মাঠের খেলায় দারুণ সময় পার করলেও বাইরের একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিশা হ্যালি, বেথ মুনিদের শিবিরে।

লিগ পর্বে আয়োজক ভারত ও বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ দুটি হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাত্তনমে। সেখানেই ঘটে অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে ইঁদুরের কবলে পড়ে তাসমান পাড়ের দলটি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনমের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন অজিরা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দেয়। ইঁদুর দেখে ভয় পেয়ে যান ক্রিকেটাররা।

ইঁদুর হাজির হওয়ায় ডাইনিং রুমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন ক্রিকেটার চিৎকার করেন। ইঁদুর থেকে বাঁচতে অনেকেই আবার চেয়ারে উঠে বসেন। পরিস্থিতি সামাল দিতে হাজির হন হোটেল কর্মীরা। ইঁদুর ধরার চেষ্টা করেও সফল হতে পারেননি তাঁরা। ইঁদুরটি ডাইনিং রুমের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকে। তাতে করে পরিস্থিতি আরও খারাপ হয়।

সেই অপ্রত্যাশিত মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভিডিওতে ক্রিকেটাররা নিজেদের বাজে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম ইঁদুর চলে গেছে। কিন্তু এটা যায়নি। ইঁদুরটি আবার ফিরে আসে। আমরা সবাই চিৎকার করে উঠেছিলাম।’ ইঁদুর কাণ্ডের পর টুর্নামেন্ট চলাকালীন অস্ট্রেলিয়ান দল যে হোটেলে অবস্থান করছে তার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে নারী বিশ্বকাপের আয়োজক ভারত এবং হোটেল কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

৬ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১ পয়েন্ট। সবার আগে শেষ চারের টিকিট পেয়েছে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মধ্যপ্রদেশের হলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৬ গোলের ম্যাচে দিয়াবাতে-মোরসালিনের জোড়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জোড়া গোল করেছেন দিয়াবাতে-মোরসালিন। ছবি: বাফুফে
জোড়া গোল করেছেন দিয়াবাতে-মোরসালিন। ছবি: বাফুফে

লিগে দুই ম্যাচ খেললেও আবাহনী লিমিটেড এখনো পায়নি জয়ের দেখা। ফেডারেশন কাপ দিয়ে যেন স্বরূপে ফেরার বার্তাই দিল মারুফুল হকের দল। ‘এ’ গ্রুপের ম্যাচে আজ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-২ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ৬ গোলের ম্যাচে জোড়া গোলের দেখা পান শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতে। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও দুজনের কেউই তা কাজে লাগাতে পারেননি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীর এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৬ মিনিট। বক্সের ভেতর বল দখলের লড়াইয়ে দিয়াবাতেকে ফাউল করে বসেন ফকিরেরপুল গোলরক্ষক সাজু আহমেদ। রেফারিও পেনাল্টির বাঁশি বাজাতে কালক্ষেপণ করেননি। স্পটকিক থেকে সহজেই জাল খুঁজে নেন দিয়াবাতে।

পিছিয়ে থাকার চাপে পিষ্ট থাকা ফকিরেরপুলের আরও গোল হজম করা যেন নিয়তিই ছিল। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় শেখ মোরসালিনের পা থেকে। দিয়াবাতের পাস ধরে খানিকটা দৌড়ে বক্সে ঢুকে পড়েন তিনি। মাটি কামড়ানো কোনাকুনি শটে পরাস্ত করেন সাজু আহমেদকে।

৩৯ মিনিটে ফের পেনাল্টি পায় আবাহনী। আবারও বক্সে ফাউলের শিকার হন দিয়াবাতে। গোলটাও তিনিই করেছেন। নির্ভার থেকে বিরতিতে যাওয়ার পর খানিকটা যেন ঝিমিয়ে পড়ে আবাহনী। দ্বিতীয়ার্ধে শুরুতে বরং তাদের চেয়ে ভালো খেলা উপহার দেয় ফকিরেরপুল। দেয় লড়াইয়ে ফেরার বার্তা।

৫১ মিনিটে শান্ত টুডুর গোলটি বরং ম্যাচের অন্যতম টকিং পয়েন্ট হয়ে থাকবে। মোস্তফা আবদেল খালেকের পাস ধরে ইয়াসিন খানকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন শান্ত। গোলকিপার মাহফুজ হাসান প্রীতমের মাথার ওপর দিয়ে তা আশ্রয় নেয় জালে। ফকিরেরপুল এক শোধ দিয়ে দেখতে পায় নতুন আশা। তা অবশ্য টিকে থাকেনি বেশিক্ষণ।

৬৩ মিনিটে আল আমিনের কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মোরসালিন। ফকিরেরপুল ব্যবধান কমাতে সামর্থ্য হয় ৬৯ মিনিটে। পাল্টা আক্রমণে থ্রু বল ধরে বাঁ প্রান্ত দিয়ে এগোন বেন ইব্রাহীম। তাঁর পাস থেকে দারুণ স্লাইডে বল জালে পাঠান মোহাম্মদ রিয়াদ। পরে জয়ের ব্যবধান বাড়ানো সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি আবাহনী।

কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এএফসি চ্যালেঞ্জ লিগ ও জাতীয় দলের ক্যাম্পের কারণে কাল থেকে ঘরোয়া ফুটবলে পড়ছে এক মাসের বিরতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশ সফরের ভয়ংকর অভিজ্ঞতার গল্প শোনালেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সফরের ভয়ংকর এক অভিজ্ঞতা হয়েছিল তিলক ভার্মার। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ সফরের ভয়ংকর এক অভিজ্ঞতা হয়েছিল তিলক ভার্মার। ছবি: ক্রিকইনফো

খুব বেশি দিন আগের ঘটনা নয়। দু্বাইয়ে ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ফাইনালে চাপ সামলে ৫৩ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে তিলক ভার্মা জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু এশিয়া কাপ ফাইনালে নায়ক বনে যাওয়ার মতো উপলক্ষ্য জীবনে তো নাও পেতে পারতেন তিনি।

সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে আলাপচারিতায় কদিন আগে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে তিলক জীবনের এক কঠিন মুহূর্তের ঘটনা শেয়ার করেছেন। ২০২২ সালে ভারত ‘এ’ দলের হয়ে যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন যা ঘটেছিল, তাতে আর একটু সেদিক হলেই তাঁর জীবনপ্রদীপ নিভে যেতে পারত বলে জানিয়েছেন তিলক। ২২ বছর বয়সী ভারতের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘‘বাংলাদেশে আমি ভারত ‘এ’ দলের হয়ে খেলছিলাম। এক পর্যায়ে আমার চোখে পানি আসতে শুরু করে। ব্যাট তোলার মতো অবস্থাতেও ছিলাম না। স্নায়ুগুলো শক্ত হয়ে আসছিল। আমি রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলাম। আঙুল নড়াচড়া করাতে না পারায় কাটতে হয়েছিল গ্লাভস।’

৩ বছর আগে বাংলাদেশ সফরে তিলক মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিলেন, তখন মুম্বাই ইন্ডিয়ানসের তখনকার মালিক আকাশ আম্বানি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সচিব জয় শাহ অনেক সাহায্য করেছিলেন। সংকটময় মুহূর্তের কথা কল্পনা করে তিলক বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস ও জয় শাহকে ধন্যবাদ। আকাশ আম্বানি আমাকে সাহায্য করেছিলেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।আর কয়েক ঘণ্টা দেরি করলেই পরিস্থিতি আরও খারাপ হতো বলে চিকিৎকেরা জানিয়েছিলেন। ইনজেকশন দেওয়ার সময় ভেঙে গিয়েছিল সুচ। সে সময়ের কঠিন পরিস্থিতিতে মা আমার সঙ্গে ছিলেন।’

ফিটনেস ধরে রাখতে ছুটির দিনও বিশ্রাম নেননি তিলক। ফলশ্রুতিতে তখন শরীরের ওপর মারাত্মক ধকল গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। ভারতের এই তরুণ বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিশ্রামের দিনেও জিমে গিয়েছিলাম। ভালো ফিল্ডার ও ফিট ক্রিকেটার হতে চেয়েছিলাম। আইস বাথ নিলেও ধকল কাটিয়ে ওঠার যে ব্যাপার, সেই ব্যাপারে অবহেলা করেছি। মাংসপেশির ওপর বেশ চাপ পড়ে। স্নায়ুও তেমন একটা কাজ করেনি তখন।’

২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে তিলকের আইপিএল ক্যারিয়ার শুরু হয়। কিন্তু ভারতের সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষের পর র‌্যাবডোমায়োলাইসিস নামে এমন এক রোগে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে অনেক সমস্যা হয়েছিল তাঁর। পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই কথা আমি এর আগে কাউকে বলিনি। আইপিএলে নিজের প্রথম মৌসুমের পর স্বাস্থ্যগত সমস্যা হয়েছিল। আমার র‌্যাবডোমায়োলাইসিস ধরা পড়ে। তাতে পেশি ভেঙে যায়।’

এখন প্রশ্ন হলো র‌্যাবডোমায়োলাইসিস কী? এতে শরীরের অবস্থা এতটা গুরুতর অবস্থায় চলে যায়, তাতে করে পেশির টিস্যু দ্রুত ভেঙে গিয়ে ক্ষতিকর উপাদান মিশে যায় রক্তে। কিডনিরও ক্ষতি হতে পারে এতে। মাত্রাতিরিক্ত পরিশ্রম, পানিশূন্যতা বা অতিরিক্ত গরমের কারণে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তিলকের। ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৪ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৪৯.০৪ গড়ে করেছেন ১০৩০। আন্তর্জাতিক ক্রিকেটে দুই সেঞ্চুরির দুটিই করেছেন টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩১ অক্টোবর মেলবোর্নে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২, ৬ ও ৮ নভেম্বর হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গ্যাবায় হবে শেষ তিন টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রিয়ালের বিরুদ্ধে ইয়ামালের চুরির অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৮: ০৯
এল ক্লাসিকোতে আগামী রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে পরিস্থিতি তাতিয়ে দিলেন ইয়ামাল। ছবি: এক্স
এল ক্লাসিকোতে আগামী রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে পরিস্থিতি তাতিয়ে দিলেন ইয়ামাল। ছবি: এক্স

রেফারির কাছ থেকে রিয়াল মাদ্রিদের সুবিধা পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। ইতিপূর্বে বহুবার বিষয়টি নিয়ে ফুটবলপাড়ায় আলোচনা হয়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে নতুন করে বিষয়টি সামনে আনলেন লামিন ইয়ামাল। এই উইঙ্গারের দাবি—রিয়াল চুরিও করে, আবার বড় কথাও বলে।

এল ক্লাসিকোতে ২৬ অক্টোবর রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আতিথেয়তা নেবে বার্সেলোনা। দুই দলের মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ভক্তরা। মাঝে মাঝে এই লড়াইয়ে যোগ দেন দুই দলের ফুটবলাররাও। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে সেই কাজটাই করলেন ইয়ামাল। মাদ্রিদের প্রতিনিধিদের নিয়ে মন্তব্য করে পরিস্থিতি আরও তাতিয়ে দিলেন কাতালানদের অন্যতম সেরা এ ফুটবলার।

স্প্যানিশ স্ট্রিমার ইবাই লানোসকে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, রিয়াল মাদ্রিদ চুরি করে এবং সর্বদা মাঠে অভিযোগ করে।’ সেখানে উপস্থিত ছিলেন স্পেন ও বার্সার সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। রিয়ালের রেফারির সুবিধা পাওয়ার বিষয়ে ইয়ামালের সঙ্গে সহমত প্রকাশ করেন তিনি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই।

রিয়ালকে নিয়ে ওই মন্তব্যের জন্য এডু আগুইরের তোপের মুখে পড়েছেন ইয়ামাল। আগুইরে স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম এল চিরিংগুইতোর পরিচালক। রিয়াল মাদ্রিদের একজন পাড় ভক্ত হিসেবে বেশ পরিচিতি আছে তাঁর। তাই প্রিয় দলের সম্পর্কে এমন কথা শুনে চুপ থাকতে পারেননি। ইয়ামালকে রীতিমতো ধুয়ে দিয়েছেন আগুইরে।

এল চিরিংগুইতোর সেটে আগুইরে বলেন, ‘ইয়ামাল কীসের প্রতিনিধিত্ব করে এবং কী বলা যেতে পারে, সেটা সে জানেই না। তার বয়স ১৮। সে বার্সা ও স্পেন জাতীয় দলের হয়ে খেলছে। সে নিজেকে ফুটবলের রাজা মনে করে। রোনালদোর মতো একজন বড় মাপের ফুটবলারের সঙ্গে খুব একটা হাত মেলায় না। একটি ক্লাব চুরি করে, এটা কোনো খেলোয়াড় বলতে পারে না। ইয়ামাল নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত