Ajker Patrika

সতীর্থদের মাঝে কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন রোনালদো! 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৫৬
সতীর্থদের মাঝে কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন রোনালদো! 

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন। 

রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত। 

রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’ 

শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত