ইতালি ও নেদারল্যান্ডস বাছাই পর্ব উতরাতে না পারায় কিছুটা হলেও রং হারিয়েছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। তবে ২০২২ কাতার বিশ্বকাপের শুধু রং নয়, আমেজটাই হয়তো কমে যাবে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ের প্লে-অফে যে একই গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি! তার মানে, রোনালদো-জর্জিনিও কিয়েলিনির মতো তারকার যে কোনো একজন পাবেন কাতারের টিকিট।
শুক্রবার রাতে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল-ইতালির ‘সি’ পড়েছে উত্তর মেসিডোনিয়া ও তুরস্ক। আগামী বছরের ২৪ মার্চ সেমিফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ তুরস্ক। একই দিন আরেক সেমিতে ইউরো জয়ী ইতালি লড়বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। এই বাধা টপকাতে পারলে ২৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-ইতালি।
প্লে-অফের এক ‘সি’ গ্রুপেই বড় দুটি দল পড়লেও অন্য দুই গ্রুপে কোনো পরাশক্তি নেই। ‘এ’ গ্রুপে স্কটল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়ার সঙ্গী গ্যারেথ বেলের ওয়েলস। আর ‘বি’ গ্রুপে রাশিয়া, চেক প্রজাতন্ত্রের সঙ্গে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। এই গ্রুপ থেকেও বিশ্বকাপ খেলে না পারার আক্ষেপে পুড়তে হবে কোনো না কোনো বড় তারকাকে।
এমন ড্র কিছুতেই মানতে পারছেন না ইতালির কোচ রবার্তো মানচিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই ড্রকে কোনোভাবেই ভালো বলতে পারি না। ইতালি-পর্তুগাল দুটোই সমীহ করার মতো দল। যে দল বাদ পড়বে, সে দলের সমর্থকদের এটা মেনে নেওয়া খুব কঠিন হবে।’
ইউরোপ থেকে আগামী বছর কাতার বিশ্বকাপ খেলতে পারবে ১৩টি দল। এরই মধ্যে দশটি দল সরাসরি বাছাই উতরে কাতারের টিকিট পেয়ে গেছে। প্লে-অফের তিন গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার সিলমোহর পাবে আরও তিনটি দল।
ইতালি ও নেদারল্যান্ডস বাছাই পর্ব উতরাতে না পারায় কিছুটা হলেও রং হারিয়েছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। তবে ২০২২ কাতার বিশ্বকাপের শুধু রং নয়, আমেজটাই হয়তো কমে যাবে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ের প্লে-অফে যে একই গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি! তার মানে, রোনালদো-জর্জিনিও কিয়েলিনির মতো তারকার যে কোনো একজন পাবেন কাতারের টিকিট।
শুক্রবার রাতে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল-ইতালির ‘সি’ পড়েছে উত্তর মেসিডোনিয়া ও তুরস্ক। আগামী বছরের ২৪ মার্চ সেমিফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ তুরস্ক। একই দিন আরেক সেমিতে ইউরো জয়ী ইতালি লড়বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। এই বাধা টপকাতে পারলে ২৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-ইতালি।
প্লে-অফের এক ‘সি’ গ্রুপেই বড় দুটি দল পড়লেও অন্য দুই গ্রুপে কোনো পরাশক্তি নেই। ‘এ’ গ্রুপে স্কটল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়ার সঙ্গী গ্যারেথ বেলের ওয়েলস। আর ‘বি’ গ্রুপে রাশিয়া, চেক প্রজাতন্ত্রের সঙ্গে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। এই গ্রুপ থেকেও বিশ্বকাপ খেলে না পারার আক্ষেপে পুড়তে হবে কোনো না কোনো বড় তারকাকে।
এমন ড্র কিছুতেই মানতে পারছেন না ইতালির কোচ রবার্তো মানচিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই ড্রকে কোনোভাবেই ভালো বলতে পারি না। ইতালি-পর্তুগাল দুটোই সমীহ করার মতো দল। যে দল বাদ পড়বে, সে দলের সমর্থকদের এটা মেনে নেওয়া খুব কঠিন হবে।’
ইউরোপ থেকে আগামী বছর কাতার বিশ্বকাপ খেলতে পারবে ১৩টি দল। এরই মধ্যে দশটি দল সরাসরি বাছাই উতরে কাতারের টিকিট পেয়ে গেছে। প্লে-অফের তিন গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার সিলমোহর পাবে আরও তিনটি দল।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৯ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৯ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১১ ঘণ্টা আগে