ক্রীড়া ডেস্ক
ইতালি ও নেদারল্যান্ডস বাছাই পর্ব উতরাতে না পারায় কিছুটা হলেও রং হারিয়েছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। তবে ২০২২ কাতার বিশ্বকাপের শুধু রং নয়, আমেজটাই হয়তো কমে যাবে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ের প্লে-অফে যে একই গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি! তার মানে, রোনালদো-জর্জিনিও কিয়েলিনির মতো তারকার যে কোনো একজন পাবেন কাতারের টিকিট।
শুক্রবার রাতে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল-ইতালির ‘সি’ পড়েছে উত্তর মেসিডোনিয়া ও তুরস্ক। আগামী বছরের ২৪ মার্চ সেমিফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ তুরস্ক। একই দিন আরেক সেমিতে ইউরো জয়ী ইতালি লড়বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। এই বাধা টপকাতে পারলে ২৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-ইতালি।
প্লে-অফের এক ‘সি’ গ্রুপেই বড় দুটি দল পড়লেও অন্য দুই গ্রুপে কোনো পরাশক্তি নেই। ‘এ’ গ্রুপে স্কটল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়ার সঙ্গী গ্যারেথ বেলের ওয়েলস। আর ‘বি’ গ্রুপে রাশিয়া, চেক প্রজাতন্ত্রের সঙ্গে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। এই গ্রুপ থেকেও বিশ্বকাপ খেলে না পারার আক্ষেপে পুড়তে হবে কোনো না কোনো বড় তারকাকে।
এমন ড্র কিছুতেই মানতে পারছেন না ইতালির কোচ রবার্তো মানচিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই ড্রকে কোনোভাবেই ভালো বলতে পারি না। ইতালি-পর্তুগাল দুটোই সমীহ করার মতো দল। যে দল বাদ পড়বে, সে দলের সমর্থকদের এটা মেনে নেওয়া খুব কঠিন হবে।’
ইউরোপ থেকে আগামী বছর কাতার বিশ্বকাপ খেলতে পারবে ১৩টি দল। এরই মধ্যে দশটি দল সরাসরি বাছাই উতরে কাতারের টিকিট পেয়ে গেছে। প্লে-অফের তিন গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার সিলমোহর পাবে আরও তিনটি দল।
ইতালি ও নেদারল্যান্ডস বাছাই পর্ব উতরাতে না পারায় কিছুটা হলেও রং হারিয়েছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। তবে ২০২২ কাতার বিশ্বকাপের শুধু রং নয়, আমেজটাই হয়তো কমে যাবে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ের প্লে-অফে যে একই গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি! তার মানে, রোনালদো-জর্জিনিও কিয়েলিনির মতো তারকার যে কোনো একজন পাবেন কাতারের টিকিট।
শুক্রবার রাতে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল-ইতালির ‘সি’ পড়েছে উত্তর মেসিডোনিয়া ও তুরস্ক। আগামী বছরের ২৪ মার্চ সেমিফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ তুরস্ক। একই দিন আরেক সেমিতে ইউরো জয়ী ইতালি লড়বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। এই বাধা টপকাতে পারলে ২৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-ইতালি।
প্লে-অফের এক ‘সি’ গ্রুপেই বড় দুটি দল পড়লেও অন্য দুই গ্রুপে কোনো পরাশক্তি নেই। ‘এ’ গ্রুপে স্কটল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়ার সঙ্গী গ্যারেথ বেলের ওয়েলস। আর ‘বি’ গ্রুপে রাশিয়া, চেক প্রজাতন্ত্রের সঙ্গে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। এই গ্রুপ থেকেও বিশ্বকাপ খেলে না পারার আক্ষেপে পুড়তে হবে কোনো না কোনো বড় তারকাকে।
এমন ড্র কিছুতেই মানতে পারছেন না ইতালির কোচ রবার্তো মানচিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এই ড্রকে কোনোভাবেই ভালো বলতে পারি না। ইতালি-পর্তুগাল দুটোই সমীহ করার মতো দল। যে দল বাদ পড়বে, সে দলের সমর্থকদের এটা মেনে নেওয়া খুব কঠিন হবে।’
ইউরোপ থেকে আগামী বছর কাতার বিশ্বকাপ খেলতে পারবে ১৩টি দল। এরই মধ্যে দশটি দল সরাসরি বাছাই উতরে কাতারের টিকিট পেয়ে গেছে। প্লে-অফের তিন গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার সিলমোহর পাবে আরও তিনটি দল।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
২ মিনিট আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
২ ঘণ্টা আগে