Ajker Patrika

গণমাধ্যমকে মিথ্যাবাদী বললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কারও কথায় অসন্তোষ প্রকাশ করা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নতুন কিছু নয়। প্রায়ই বাদানুবাদে জড়াতে দেখা যায় রোনালদোকে। এবার গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

রোনালদো আল নাসরে যাওয়ার সাত মাস হয়ে গেছে। পর্তুগালের সতীর্থ ওতাভিওকে আল নাসরে নিতে ফোন করেছেন রোনালদো-পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ গত সপ্তাহে প্রকাশ করেছিল। ১৪ জুলাই আল নাসর-ফারেন্স প্রীতি ম্যাচে আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। রোনালদো এবার দায় চাপালেন গণমাধ্যমের ওপর। পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেন, ‘পুরোপুরি মিথ্যা কথা। তারা (গণমাধ্যম) খবর প্রচার করেছে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছি, এটা ঠিক। তবে কোনো কিছু এখনো নির্দিষ্ট হয়নি।’ 

রোনালদো আরও বলেন, ‘অনেক খেলোয়াড়দের নিয়ে বলা হয়েছে। আমি কিছু বলব না কারণ আমি তো এজেন্ট নই। ওতাভিওর মতো আরও ১০-১৫ জন সম্পর্কে বলা হয়েছে। এখনো পর্যন্ত কোনো খবর নেই। অবশ্যই আমরা দলের শক্তি বাড়াতে চাই। তবে এখন পর্যন্ত কারও নাম বলা হয়নি।’ 

ওতাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)। যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি। পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওতাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত