ক্রীড়া ডেস্ক
ঢাকা: এবারের ইউরোতে স্ট্রাইকারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলো লুকাকু। তবে আজ রাতে একজনকে বিদায় বলতে হবে। শেষ ষোলোর চতুর্থ ম্যাচে রাত একটায় যে মুখোমুখি লুকাকুর বেলজিয়াম আর রোনালদোর পর্তুগাল। ম্যাচের আগে লুকাকু জানিয়েছেন, রোনালদোদের বিপক্ষে দলের জয় আর শিরোপা ছাড়া কিছু ভাবতে পারছেন না তিনি।
বেলজিয়ামের এই দলটা তাদের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে খেলে যাচ্ছে লম্বা সময় ধরে। তবে এখনো কোনো শিরোপা জিততে পারেনি দলটি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গিয়ে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লুকাকুদের। এবার তাই যেকোনো মূল্যে শিরোপা জিততে চান এই বেলজিয়াম তারকা। আজ ম্যাচের আগে লুকাকু বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে হার নিয়ে আমরা এখনো হতাশ। তবে আমরা সামনে তাকাতে চাই। এবারও আমরা শিরোপা ছাড়া কিছুই ভাবছি না।’
গ্রুপপর্বের তিন ম্যাচে ৩ গোল করেছেন লুকাকু। গ্রুপপর্বের সমান ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। দুজনেই দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। ৯৬ ম্যাচে ৬৩ গোল করেছেন লুকাকু। পর্তুগালের জার্সি গায়ে ১৭৮ ম্যাচে ১০৯ গোল করেছেন রোনালদো। রোনালদোকে দেখে অনুপ্রাণিত হন জানিয়ে লুকাকু বলেছেন, ‘এই বয়সেও তার মধ্যে গোলের জন্য যে ক্ষুধা দেখি, এটা আমাকে মুগ্ধ করে।’
রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লুকাকু। এবার সেটা ছাড়িয়ে যেতে পারবেন কি না এমন প্রশ্নে কিছুটা বিরক্তিই ঝাড়লেন লুকাকু, ‘ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আপাতত ভাবছি না। শিরোপা জিততে এসেছি, সেটা জিততে পারলেই খুশি।’
ঢাকা: এবারের ইউরোতে স্ট্রাইকারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলো লুকাকু। তবে আজ রাতে একজনকে বিদায় বলতে হবে। শেষ ষোলোর চতুর্থ ম্যাচে রাত একটায় যে মুখোমুখি লুকাকুর বেলজিয়াম আর রোনালদোর পর্তুগাল। ম্যাচের আগে লুকাকু জানিয়েছেন, রোনালদোদের বিপক্ষে দলের জয় আর শিরোপা ছাড়া কিছু ভাবতে পারছেন না তিনি।
বেলজিয়ামের এই দলটা তাদের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে খেলে যাচ্ছে লম্বা সময় ধরে। তবে এখনো কোনো শিরোপা জিততে পারেনি দলটি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গিয়ে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লুকাকুদের। এবার তাই যেকোনো মূল্যে শিরোপা জিততে চান এই বেলজিয়াম তারকা। আজ ম্যাচের আগে লুকাকু বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে হার নিয়ে আমরা এখনো হতাশ। তবে আমরা সামনে তাকাতে চাই। এবারও আমরা শিরোপা ছাড়া কিছুই ভাবছি না।’
গ্রুপপর্বের তিন ম্যাচে ৩ গোল করেছেন লুকাকু। গ্রুপপর্বের সমান ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। দুজনেই দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। ৯৬ ম্যাচে ৬৩ গোল করেছেন লুকাকু। পর্তুগালের জার্সি গায়ে ১৭৮ ম্যাচে ১০৯ গোল করেছেন রোনালদো। রোনালদোকে দেখে অনুপ্রাণিত হন জানিয়ে লুকাকু বলেছেন, ‘এই বয়সেও তার মধ্যে গোলের জন্য যে ক্ষুধা দেখি, এটা আমাকে মুগ্ধ করে।’
রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লুকাকু। এবার সেটা ছাড়িয়ে যেতে পারবেন কি না এমন প্রশ্নে কিছুটা বিরক্তিই ঝাড়লেন লুকাকু, ‘ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আপাতত ভাবছি না। শিরোপা জিততে এসেছি, সেটা জিততে পারলেই খুশি।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে