ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে