ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে