Ajker Patrika

ছেলের চেয়ে নাতিকেই সেরা ভাবেন রোনালদোর মা!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৫২
Thumbnail image

ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’ 

শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা। 

কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো। 

একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’ 

দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে। 

তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’ 

জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত