নাপোলির বাইরে বোকা জুনিয়র্স আর বার্সেলোনায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিকে সম্মান জানাতে গত রাতে সৌদি আরবে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। ছন্দহীন বার্সা জিততে পারল না এখানেও। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্রয়ের পর ৪-২ গোলের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।
রিয়াদের এমরাসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল এই দুই দল। যেখানে জয়ী দল ম্যারাডোনার দেশের ক্লাব বোকা জুনিয়র্স। দলের নিয়মিত খেলোয়াড়দের ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল বার্সা। বার্সার বেঞ্চ গরম করা খেলোয়াড় ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
২০১৫ সালের পর এই ম্যাচ দিয়ে আবারও বার্সার জার্সিতে মাঠে নেমেছিলেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। এমন মিশ্র এক একাদশ নিয়ে ম্যাচের শুরুর লিড পেয়েছিল কাতালানরাই। তবে ধরে রাখতে পারেনি।
৭৭ মিনিটে এজেকিয়েল জেবায়োস গোল করে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান। পরে আর গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি আউটে। যেখানে বোকা জুনিয়র্সের সবাই গোল করেন। কিন্তু বার্সার মাথিয়াস পেরেরা ও গুলিয়াম জাইমির বল জালে জড়াতে ব্যর্থ হন। মাথিয়াসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গুলিয়াম তাঁর শট লক্ষ্যেই রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।
নাপোলির বাইরে বোকা জুনিয়র্স আর বার্সেলোনায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিকে সম্মান জানাতে গত রাতে সৌদি আরবে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। ছন্দহীন বার্সা জিততে পারল না এখানেও। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্রয়ের পর ৪-২ গোলের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।
রিয়াদের এমরাসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল এই দুই দল। যেখানে জয়ী দল ম্যারাডোনার দেশের ক্লাব বোকা জুনিয়র্স। দলের নিয়মিত খেলোয়াড়দের ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল বার্সা। বার্সার বেঞ্চ গরম করা খেলোয়াড় ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
২০১৫ সালের পর এই ম্যাচ দিয়ে আবারও বার্সার জার্সিতে মাঠে নেমেছিলেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। এমন মিশ্র এক একাদশ নিয়ে ম্যাচের শুরুর লিড পেয়েছিল কাতালানরাই। তবে ধরে রাখতে পারেনি।
৭৭ মিনিটে এজেকিয়েল জেবায়োস গোল করে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান। পরে আর গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি আউটে। যেখানে বোকা জুনিয়র্সের সবাই গোল করেন। কিন্তু বার্সার মাথিয়াস পেরেরা ও গুলিয়াম জাইমির বল জালে জড়াতে ব্যর্থ হন। মাথিয়াসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গুলিয়াম তাঁর শট লক্ষ্যেই রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে