ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির। আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে। তবে গতকাল জানা গেছে, ইংলিশ ক্লাবের বিপক্ষে সাবেক বার্সেলোনা তারকার অভিষেক হচ্ছে না।
গতকাল অল স্টারের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলে দেখা যায় মেসির নাম নেই সেই তালিকায়। জানা গেছে, চুক্তি দেরি হওয়ায়ই ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এ ছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মিয়ামি।
সবকিছু চূড়ান্ত আছে, শুধু বাকি রয়েছে মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি। পিএসজির সঙ্গে ৩০ জুনের চুক্তি শেষ হলেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চুক্তির কাজ সেরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে।
আর আর্সেনালের বিপক্ষে অল স্টারের ম্যাচ হওয়ার কথা রয়েছে ১৯ জুলাই। দুটি বিষয়ের মধ্যে সময়টা কম হওয়ায় তাই ম্যাচে নামতে পারছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
গত বছর সময়ের ব্যবধান কমের কারণে লরেঞ্জো ইনসিনিয়ে, ফেদেরিকো বার্নার্দেস্কি ও গ্যারেথ বেলও অল স্টারদের হয়ে এমন ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। তবে এমএলএস কর্তৃপক্ষ এবার খুবই চেষ্টা করেছিল ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসিকে নামাতে। লিগের সম্প্রচার কর্তৃপক্ষ অ্যাপলও চেষ্টা করেছিল যথেষ্ট। মেসির সঙ্গে থাকছেন না আরও কিছু বড় নাম। ইনসিনিয়ে, বার্নার্দেস্কিরা এবারও পানি স্কোয়াডে সুযোগ। এদের সঙ্গে ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কার্লোস ভেলা, জোসেফ মার্তিনেজ ও জেরদান শাকিরির মতো তারকাদেরও।
মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তাঁর স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।
ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্রে অভিষেক হওয়ার কথা ছিল লিওনেল মেসির। আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে। তবে গতকাল জানা গেছে, ইংলিশ ক্লাবের বিপক্ষে সাবেক বার্সেলোনা তারকার অভিষেক হচ্ছে না।
গতকাল অল স্টারের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলে দেখা যায় মেসির নাম নেই সেই তালিকায়। জানা গেছে, চুক্তি দেরি হওয়ায়ই ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এ ছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মিয়ামি।
সবকিছু চূড়ান্ত আছে, শুধু বাকি রয়েছে মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি। পিএসজির সঙ্গে ৩০ জুনের চুক্তি শেষ হলেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চুক্তির কাজ সেরে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে।
আর আর্সেনালের বিপক্ষে অল স্টারের ম্যাচ হওয়ার কথা রয়েছে ১৯ জুলাই। দুটি বিষয়ের মধ্যে সময়টা কম হওয়ায় তাই ম্যাচে নামতে পারছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
গত বছর সময়ের ব্যবধান কমের কারণে লরেঞ্জো ইনসিনিয়ে, ফেদেরিকো বার্নার্দেস্কি ও গ্যারেথ বেলও অল স্টারদের হয়ে এমন ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। তবে এমএলএস কর্তৃপক্ষ এবার খুবই চেষ্টা করেছিল ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসিকে নামাতে। লিগের সম্প্রচার কর্তৃপক্ষ অ্যাপলও চেষ্টা করেছিল যথেষ্ট। মেসির সঙ্গে থাকছেন না আরও কিছু বড় নাম। ইনসিনিয়ে, বার্নার্দেস্কিরা এবারও পানি স্কোয়াডে সুযোগ। এদের সঙ্গে ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কার্লোস ভেলা, জোসেফ মার্তিনেজ ও জেরদান শাকিরির মতো তারকাদেরও।
মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তাঁর স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে