ক্রীড়া ডেস্ক
বাঁচা-মরার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তারপরও জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছিল জাপান-স্পেন ম্যাচের ওপর। যে ম্যাচটিতে জাপান হারলে বা ড্র করলে জার্মানরা চলে যেত শেষ ষোলোয়। কিন্তু স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানদের। যেখানে জাপানের একটা ‘বিতর্কিত’ গোল রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। ৫১ মিনিটের সময় হয় সেই নাটকীয় গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং তানাকা গোলটি করেছেন। প্রথমে জাপান ডাগআউট উল্লাস করলেও মাঠের রেফারি গোলের ব্যাপারে কোনো সংকেত দেননি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটি জাপানের পক্ষে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল বলটা লাইনের বাইরে ছিল।
এই গোল নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইএসপিন এফসি টুইটারে লিখেছে, ‘এই গোলটা বাতিল হলে জার্মানি শেষ ষোলোয় উঠত।’ লুইস এনরিকে হতাশা প্রকাশ করেছেন এই গোল নিয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘জাপানের মতো দলের যখন কিছুই হারানোর থাকে না, তখন এমন ঘটনায় তারা রীতিমতো উড়ছিল। এতে আমি প্রচণ্ড বিরক্ত। আমরা প্রথম হতে চেয়েছিলাম।’
জার্মানি, স্পেন-দুটো দলকে ২-১ গোলে হারিয়ে ই-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায়। আগামী সোমবার আল জানুব স্টেডিয়ামে ‘এফ’-গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শেষ ষোলোয়।
বাঁচা-মরার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তারপরও জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছিল জাপান-স্পেন ম্যাচের ওপর। যে ম্যাচটিতে জাপান হারলে বা ড্র করলে জার্মানরা চলে যেত শেষ ষোলোয়। কিন্তু স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানদের। যেখানে জাপানের একটা ‘বিতর্কিত’ গোল রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। ৫১ মিনিটের সময় হয় সেই নাটকীয় গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং তানাকা গোলটি করেছেন। প্রথমে জাপান ডাগআউট উল্লাস করলেও মাঠের রেফারি গোলের ব্যাপারে কোনো সংকেত দেননি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটি জাপানের পক্ষে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল বলটা লাইনের বাইরে ছিল।
এই গোল নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইএসপিন এফসি টুইটারে লিখেছে, ‘এই গোলটা বাতিল হলে জার্মানি শেষ ষোলোয় উঠত।’ লুইস এনরিকে হতাশা প্রকাশ করেছেন এই গোল নিয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘জাপানের মতো দলের যখন কিছুই হারানোর থাকে না, তখন এমন ঘটনায় তারা রীতিমতো উড়ছিল। এতে আমি প্রচণ্ড বিরক্ত। আমরা প্রথম হতে চেয়েছিলাম।’
জার্মানি, স্পেন-দুটো দলকে ২-১ গোলে হারিয়ে ই-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায়। আগামী সোমবার আল জানুব স্টেডিয়ামে ‘এফ’-গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শেষ ষোলোয়।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৫ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৬ ঘণ্টা আগে