কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার চিঠির পর ভাবা হচ্ছিল নেইমারকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে পিএসজি। কিন্তু সেই ভাবনা এখন অতীত। নেইমারও ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায়।
ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার এই সংবাদে বিপদেই পড়ার কথা পিএসজির। কিন্তু শোনা যাচ্ছে তার উল্টোটা। নেইমারকে ছাড়তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও নাকি রাজি। শুধু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডই নন, আরও ৪ ফুটবলারকে ছাড়তে রাজি প্যারিসের ক্লাবটি।
এমনটিই দাবি করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। শুধু দাবিই করেনি সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন কোচ লুইস এনরিকে ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আলোচনায় তাঁদেরকে ক্লাব চায় না এমনটাও নাকি জানিয়ে দিয়েছে এনরিকে ও ক্যাম্পোস।
নেইমার বাদে পিএসজি আর যে ৪ জন ফুটবলারকে চাচ্ছেন না তাঁরা হচ্ছেন মার্কো ভেরাত্তি, রেনাতো সানচেজ, হুগো একিতেকে, হুয়ান বের্নাত। এমনটা যদি সত্যি হয় তাহলে নতুন ক্লাব খুঁজতে হবে তাঁদেরকে।
গত মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি নেইমার ও ভেরাত্তিকে। এমনকি মৌসুম শুরুর আগে গত বুধবার খেলোয়াড়দের অফিশিয়াল ফটোসেশনেও এই দুজনকে রাখেনি পিএসজি। আর এমবাপ্পে তো প্রাক–প্রস্তুতির মৌসুম থেকেই নেই ক্লাবের স্কোয়াড ও অনুশীলনে।
নেইমারের ক্লাব ছাড়ার ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার গুঞ্জন। এবার শোনা যাচ্ছে বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। তবে আর্থিকভাবে বার্সা কতটা শক্তিশালী তাঁকে কেনার ব্যাপারে তা নিয়ে একটা যদি কিন্তু রয়েছে। এই দুই ক্লাবের সঙ্গে এখন শোনা যাচ্ছে মেজর লিগ সকারেও যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের। পিএসজি তারকার ভবিষ্যৎ কোথায় তা ঠিক না হলেও তাঁর সতীর্থ ভেরাত্তির সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা বেশি।
কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার চিঠির পর ভাবা হচ্ছিল নেইমারকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে পিএসজি। কিন্তু সেই ভাবনা এখন অতীত। নেইমারও ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায়।
ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার এই সংবাদে বিপদেই পড়ার কথা পিএসজির। কিন্তু শোনা যাচ্ছে তার উল্টোটা। নেইমারকে ছাড়তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও নাকি রাজি। শুধু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডই নন, আরও ৪ ফুটবলারকে ছাড়তে রাজি প্যারিসের ক্লাবটি।
এমনটিই দাবি করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। শুধু দাবিই করেনি সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন কোচ লুইস এনরিকে ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আলোচনায় তাঁদেরকে ক্লাব চায় না এমনটাও নাকি জানিয়ে দিয়েছে এনরিকে ও ক্যাম্পোস।
নেইমার বাদে পিএসজি আর যে ৪ জন ফুটবলারকে চাচ্ছেন না তাঁরা হচ্ছেন মার্কো ভেরাত্তি, রেনাতো সানচেজ, হুগো একিতেকে, হুয়ান বের্নাত। এমনটা যদি সত্যি হয় তাহলে নতুন ক্লাব খুঁজতে হবে তাঁদেরকে।
গত মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি নেইমার ও ভেরাত্তিকে। এমনকি মৌসুম শুরুর আগে গত বুধবার খেলোয়াড়দের অফিশিয়াল ফটোসেশনেও এই দুজনকে রাখেনি পিএসজি। আর এমবাপ্পে তো প্রাক–প্রস্তুতির মৌসুম থেকেই নেই ক্লাবের স্কোয়াড ও অনুশীলনে।
নেইমারের ক্লাব ছাড়ার ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার গুঞ্জন। এবার শোনা যাচ্ছে বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। তবে আর্থিকভাবে বার্সা কতটা শক্তিশালী তাঁকে কেনার ব্যাপারে তা নিয়ে একটা যদি কিন্তু রয়েছে। এই দুই ক্লাবের সঙ্গে এখন শোনা যাচ্ছে মেজর লিগ সকারেও যাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের। পিএসজি তারকার ভবিষ্যৎ কোথায় তা ঠিক না হলেও তাঁর সতীর্থ ভেরাত্তির সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা বেশি।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১২ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে