Ajker Patrika

বার্সেলোনাতে ফিরবেন মেসি, বলছেন ইনিয়েস্তা

বার্সেলোনাতে ফিরবেন মেসি, বলছেন ইনিয়েস্তা

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এ মৌসুমেই শেষ হবে লিওনেল মেসির দুই বছরের চুক্তি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে চায় না ফরাসি জায়ান্টরা। কিছুদিন আগে তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। বিশ্বকাপের আগে এ বিষয়ে আলোচনা করতে চান না, প্রস্তাব পাওয়ার সময় এমনটা বলে চুক্তি এড়িয়ে গেছেন মেসি।

এ কারণেই হয়তো আশা পাচ্ছে বার্সেলোনা। মেসি ক্যাম্প ন্যুয়ে ফিরবেন মৌসুমের শুরুতেই, বলেছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নান্দেজ। এবার তাঁদের সুরেই কথা বলছেন আন্দ্রেস ইনিয়েস্তাও। তাঁর মতে, ভবিষ্যতে মেসি বার্সাতে ফিরবেন। টিওয়াইসি স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন বার্সা কিংবদন্তি।

বার্সাতে মেসির ফেরা নিয়ে স্প্যানিশ কিংবদন্তি ইনিয়েস্তা বলেছেন, ‘আগের ও এখনকার মেসির মধ্যে অনেক পার্থক্য। কিন্তু সে সব সময় নাম্বার ১। বিষয়টি হচ্ছে, সে আরও পরিপক্ব হচ্ছে, নিজের উন্নতি করছে ও সতীর্থদেরকেও ভালো করতে সহায়তা করছে। মেসির সঙ্গে সতীর্থ হিসেবে জয় ও শিরোপা জেতাটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। সে যা করতে পারে তা অন্য কাউকে করতে দেখিনি। বার্সায় ফেরাটা তার জন্য সহজ হবে না। কিন্তু লিও ফিরতে পারে। এটি একটি সম্ভাবনা।’

সাবেক কোচ পেপ গার্দিওলার সময় সর্বজয়ী দলের সদস্য ছিলেন মেসি ও ইনিয়েস্তা। সঙ্গে বর্তমান কোচ জাভি মিলে বার্সার মাঝমাঠের কিংবদন্তি ‘ত্রিফলা’ ছিলেন তাঁরা। কিছুদিন পরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপে মেসির দল কেমন করবে তা নিয়েও কথা বলেছেন স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপজয়ী তারকা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো সম্ভাবনা দেখছেন ইনেয়েস্তা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিততে পারে এমন দলের মধ্যে আর্জেন্টিনা অন্যতম। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে তাদের দলটা দারুণ। এ মুহূর্তে তারা ভালো ফর্মেও আছে। মেসি দলে থাকা মানেই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তারা। এ ছাড়া ব্রাজিল, স্পেন ও ফ্রান্সও আছে এ তালিকাতে। যদি লিও বিশ্বকাপ জেতে, সতীর্থ (ক্লাব) হিসেবে খুব খুশি হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত