ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়েছে আরও আগেই। এমনকি দ্বিতীয় স্থানও নিশ্চিত। কিন্তু তবু শেষ হচ্ছে না উত্তেজনা–রোমাঞ্চের।
এখনো যে মীমাংসা হলো না তৃতীয় ও চতুর্থ স্থানের। সবার চোখ এখন তাই শেষ দিনের লড়াইয়ে। দুই ম্যানচেস্টারের সঙ্গে অন্য কোন দুই দল চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে, তা জানা যাবে আজ রাতেই। এখন লড়াইয়ে আছে তিন দল—চেলসি, লেস্টার সিটি ও লিভারপুল। তিন দলেরই সুযোগ আছে সেরা চারে জায়গা করে নেওয়ার।
শেষ ম্যাচে মাঠে নামার আগে ৩ নম্বর স্থানটি দখলে আছে চেলসির। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় কোনো হিসাব ছাড়াই ব্লুজদের ৩ নম্বর স্থান নিশ্চিত করবে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল ও লেস্টার আছে যথাক্রমে ৪ ও ৫–এ। ইয়ুর্গেন ক্লপের দল লেস্টারের চেয়ে চার গোলে এগিয়ে আছে। নিজেদের শেষ ম্যাচে যদি দুই দলই জয় পায়, তবে লেস্টারকে গোল ব্যবধানে টপকাতে হবে লিভারপুলকে। নয়তো ব্র্যান্ডন রজার্সের দলকে পাঁচে থেকেই সন্তুষ্ট থাকতে হবে।
লেস্টারের জন্য চার গোলের ব্যবধান কমানোর কাজটা বেশ কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার্স। অন্যদিকে লিভারপুলকে লড়তে হবে ক্রিস্টাল প্যালেসের মতো তুলনামূলক পিছিয়ে থাকা দলের সঙ্গে। ত্রিমুখী এ লড়াইয়ে নতুন বাঁক আসবে যদি চেলসি পয়েন্ট হারায়। সে ক্ষেত্রে নিজ নিজ ম্যাচ জিতলে সেরা চারে ঢুকে পড়বে লেস্টার ও লিভারপুল। তাই শেষ দিনের লড়াইয়ে যেকোনো কিছুই সম্ভব।
রোনালদোরা কি পারবেন?
প্রিমিয়ার লিগের মতো একই অবস্থা সিরি ‘আ’তেও। এসি মিলান, নাপোলি এবং জুভেন্টাস–তিন দলেরই সুযোগ আছে সেরা চারে থাকার। তিনে থাকা এসি মিলানের কাজটা যদিও কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুইয়ে থাকা আতালান্তা। এ ম্যাচ জিতলে অবশ্য এসি মিলানের সেরা চারে থাকা নিশ্চিত হবে। একইভাবে ভেরোনার সঙ্গে জয় পেলে সেরা চার নিশ্চিত হবে নাপোলির। সে ক্ষেত্রে সেরা চারের লড়াই থেকে ছিটকে যেতে হবে জুভেন্টাসকে। তবে নাপোলি বা মিলান হারলেই পথ খুলবে জুভদের। তবে রোনালদোদের প্রথম কাজ ম্যাচ জিতে নিজেদের কাজ সেরে রাখা।
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়েছে আরও আগেই। এমনকি দ্বিতীয় স্থানও নিশ্চিত। কিন্তু তবু শেষ হচ্ছে না উত্তেজনা–রোমাঞ্চের।
এখনো যে মীমাংসা হলো না তৃতীয় ও চতুর্থ স্থানের। সবার চোখ এখন তাই শেষ দিনের লড়াইয়ে। দুই ম্যানচেস্টারের সঙ্গে অন্য কোন দুই দল চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে, তা জানা যাবে আজ রাতেই। এখন লড়াইয়ে আছে তিন দল—চেলসি, লেস্টার সিটি ও লিভারপুল। তিন দলেরই সুযোগ আছে সেরা চারে জায়গা করে নেওয়ার।
শেষ ম্যাচে মাঠে নামার আগে ৩ নম্বর স্থানটি দখলে আছে চেলসির। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় কোনো হিসাব ছাড়াই ব্লুজদের ৩ নম্বর স্থান নিশ্চিত করবে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল ও লেস্টার আছে যথাক্রমে ৪ ও ৫–এ। ইয়ুর্গেন ক্লপের দল লেস্টারের চেয়ে চার গোলে এগিয়ে আছে। নিজেদের শেষ ম্যাচে যদি দুই দলই জয় পায়, তবে লেস্টারকে গোল ব্যবধানে টপকাতে হবে লিভারপুলকে। নয়তো ব্র্যান্ডন রজার্সের দলকে পাঁচে থেকেই সন্তুষ্ট থাকতে হবে।
লেস্টারের জন্য চার গোলের ব্যবধান কমানোর কাজটা বেশ কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার্স। অন্যদিকে লিভারপুলকে লড়তে হবে ক্রিস্টাল প্যালেসের মতো তুলনামূলক পিছিয়ে থাকা দলের সঙ্গে। ত্রিমুখী এ লড়াইয়ে নতুন বাঁক আসবে যদি চেলসি পয়েন্ট হারায়। সে ক্ষেত্রে নিজ নিজ ম্যাচ জিতলে সেরা চারে ঢুকে পড়বে লেস্টার ও লিভারপুল। তাই শেষ দিনের লড়াইয়ে যেকোনো কিছুই সম্ভব।
রোনালদোরা কি পারবেন?
প্রিমিয়ার লিগের মতো একই অবস্থা সিরি ‘আ’তেও। এসি মিলান, নাপোলি এবং জুভেন্টাস–তিন দলেরই সুযোগ আছে সেরা চারে থাকার। তিনে থাকা এসি মিলানের কাজটা যদিও কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুইয়ে থাকা আতালান্তা। এ ম্যাচ জিতলে অবশ্য এসি মিলানের সেরা চারে থাকা নিশ্চিত হবে। একইভাবে ভেরোনার সঙ্গে জয় পেলে সেরা চার নিশ্চিত হবে নাপোলির। সে ক্ষেত্রে সেরা চারের লড়াই থেকে ছিটকে যেতে হবে জুভেন্টাসকে। তবে নাপোলি বা মিলান হারলেই পথ খুলবে জুভদের। তবে রোনালদোদের প্রথম কাজ ম্যাচ জিতে নিজেদের কাজ সেরে রাখা।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে