Ajker Patrika

‘নতুন’ ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস 

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১: ১৫
‘নতুন’ ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস 

কোচ, অধিনায়ক—সবই নতুন। সঙ্গে একঝাঁক তরুণ খেলোয়াড়। সব মিলিয়ে গতকাল শুরু হয়েছিল নতুন এক ব্রাজিলের যাত্রা। তবে সেই যাত্রার শুরুতেই হোঁচট খেয়েছে সেলেসাওরা। তাঞ্জিয়ারে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপের পর এবারই প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন র‍্যামন মেনেজেস। আর মরক্কোর ম্যাচের আগে কাসেমিরোকে ঘোষণা করা হয় অধিনায়ক। তাঞ্জিয়ারে আফ্রিকার দেশটির বিপক্ষে পাঁচ খেলোয়াড়কে অভিষেক করিয়েছেন মেনেজেস। ম্যাচের ২৯ মিনিটে সুফিয়ান বুফলের গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর ৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। আর ৭৯ মিনিটে আবদেল হামিদ সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে তারা।

এই ম্যাচে লড়াই হয়েছিল প্রায় সমানে সমান, যেখানে এগিয়ে ছিল ব্রাজিল। বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট করেছিল। অন্যদিকে মরক্কো বল দখলে রেখেছিল ৪৬ শতাংশ। ব্রাজিলের লক্ষ্য বরাবর ৩টি শট নিয়েছিল আফ্রিকা মহাদেশের দেশটি। এই ম্যাচে শেষ হাসি হাসে মরক্কো। 

মরক্কোর ইতিহাস গড়ার গল্প সেই কাতার বিশ্বকাপ থেকেই। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তারা। বেলজিয়াম, স্পেন, পর্তুগাল—ইউরোপের এই তিন দলকে হারিয়েছিল মরক্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত