ক্রীড়া ডেস্ক
নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।
আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।
এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।
রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।
নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।
আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।
এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।
রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে