ক্রীড়া ডেস্ক
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের খেলোয়াড়, জনসাধারণ সবাই ঈদ উৎসবে শামিল হচ্ছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানিয়েছেন।’ ভিডিওতে হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা-আল্লাহ।’ একই ভিডিওতে জামাল বলেন, ‘ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন বলে আশা করছি। সবাই ভালো থাকুন।’
বাংলাদেশের ক্রিকেটাররা গত রাত থেকেই ঈদের ছবি পোস্ট করা শুরু করেছেন। গতকাল আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা কাটছে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সেই সুযোগ যে নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। ১০ জুন জামালরা এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবেন।
আরও পড়ুন:
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের খেলোয়াড়, জনসাধারণ সবাই ঈদ উৎসবে শামিল হচ্ছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানিয়েছেন।’ ভিডিওতে হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা-আল্লাহ।’ একই ভিডিওতে জামাল বলেন, ‘ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন বলে আশা করছি। সবাই ভালো থাকুন।’
বাংলাদেশের ক্রিকেটাররা গত রাত থেকেই ঈদের ছবি পোস্ট করা শুরু করেছেন। গতকাল আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা কাটছে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সেই সুযোগ যে নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। ১০ জুন জামালরা এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবেন।
আরও পড়ুন:
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে