ক্রীড়া ডেস্ক
হুট করে মাথা গরম করার ঘটনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন কিছু নয়। কখনো দর্শকদের প্রতি, কখনো সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলার, কখনোবা রেফারিদের সঙ্গে রোনালদোর লেগে যায়। সৌদি প্রো লিগে গত রাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ ধরে রাখতে পারেননি।
রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরান দেখেছেন লাল কার্ড। প্রতিপক্ষ ফুটবলারের পিঠে চাপড় মারার কারণে রেফারি দুরানকে লাল কার্ড দেখান। এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রোনালদো তৎক্ষণাৎ রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে পর্তুগিজ ফরোয়ার্ড ক্ষিপ্ত হয়ে বল লাথি মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন কাণ্ড ছড়িয়ে পড়েছে। এই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর।
আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। ৪৭ মিনিটে গোলমুখ খোলেন আল নাসরের আয়মান ইয়াহিয়া। সমতাসূচক গোল ৫৫ মিনিটে করেছেন আল ইত্তিফাকের ফরোয়ার্ড জর্জিনিও ভিনালদাম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে এই গোলের সিদ্ধান্ত দিতে হয়েছে। ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি আল নাসরের। ৫৫ মিনিটে এই গোলটি করেছেন দলটির ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।
যে ফাতিলের গোলে আল নাসর এগিয়ে যায়, তিনিই ৮২ মিনিটে আত্মঘাতী গোল করে আল ইত্তিফাককে সমতায় ফিরিয়েছেন। ২-২ সমতায় থাকা ম্যাচে ব্যবধান গড়ে দেন ভিনালদাম। জয়সূচক গোলটি তিনি করেন ৮৯ মিনিটে। ৩-২ গোলে হারের পর আল নাসরের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে।
How Ronaldo reacted to Duran’s red card. Robbery pic.twitter.com/C75oE1qRlb
— Trey (@UTDTrey) February 21, 2025
৫২ ও ৪৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে আল ইত্তিহাদ ও আল হিলাল। দুটি দলই খেলেছে ২০টি করে ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাতে মুখোমুখি হবে দল দুটি। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে থাকা দলটি আল কাদিসিয়া।
হুট করে মাথা গরম করার ঘটনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন কিছু নয়। কখনো দর্শকদের প্রতি, কখনো সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলার, কখনোবা রেফারিদের সঙ্গে রোনালদোর লেগে যায়। সৌদি প্রো লিগে গত রাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ ধরে রাখতে পারেননি।
রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরান দেখেছেন লাল কার্ড। প্রতিপক্ষ ফুটবলারের পিঠে চাপড় মারার কারণে রেফারি দুরানকে লাল কার্ড দেখান। এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রোনালদো তৎক্ষণাৎ রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে পর্তুগিজ ফরোয়ার্ড ক্ষিপ্ত হয়ে বল লাথি মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন কাণ্ড ছড়িয়ে পড়েছে। এই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর।
আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। ৪৭ মিনিটে গোলমুখ খোলেন আল নাসরের আয়মান ইয়াহিয়া। সমতাসূচক গোল ৫৫ মিনিটে করেছেন আল ইত্তিফাকের ফরোয়ার্ড জর্জিনিও ভিনালদাম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে এই গোলের সিদ্ধান্ত দিতে হয়েছে। ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি আল নাসরের। ৫৫ মিনিটে এই গোলটি করেছেন দলটির ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।
যে ফাতিলের গোলে আল নাসর এগিয়ে যায়, তিনিই ৮২ মিনিটে আত্মঘাতী গোল করে আল ইত্তিফাককে সমতায় ফিরিয়েছেন। ২-২ সমতায় থাকা ম্যাচে ব্যবধান গড়ে দেন ভিনালদাম। জয়সূচক গোলটি তিনি করেন ৮৯ মিনিটে। ৩-২ গোলে হারের পর আল নাসরের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে।
How Ronaldo reacted to Duran’s red card. Robbery pic.twitter.com/C75oE1qRlb
— Trey (@UTDTrey) February 21, 2025
৫২ ও ৪৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে আল ইত্তিহাদ ও আল হিলাল। দুটি দলই খেলেছে ২০টি করে ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাতে মুখোমুখি হবে দল দুটি। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে থাকা দলটি আল কাদিসিয়া।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
২ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৪ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৮ ঘণ্টা আগে