ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
১৩ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
২ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগে