ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
ওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২৮ মিনিট আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
১ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১৫ ঘণ্টা আগে