ক্রীড়া ডেস্ক
২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ হয়েছে আজ। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের কষ্টার্জিত ড্রয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ আটে নামার আগেই খেল বড় ধাক্কা।
বাংলাদেশ সময় আজ সকালে ক্যালিফোর্নিয়ার স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি ছিল ‘ডি’ গ্রুপের। ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল এক রকম ‘বাঁচা মরার ম্যাচ’। কলম্বিয়া পরীক্ষায় উত্তীর্ণ হলেও দুশ্চিন্তা রয়েই গেল ব্রাজিলের। ৭ মিনিটে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ে, কলম্বিয়া—টুর্নামেন্টে দু্ই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ভিনি। সেকারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ আটের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টারে উঠেছে উরুগুয়ে।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল উঠেছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে। কোস্টারিকার বিপক্ষে করেছিল গোলশূন্য ড্র। এরপর প্যারাগুয়েকে হারিয়েছিল ৪-১ গোলে। আজ কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলে পরিসংখ্যানটা হলো, এবারের কোপায় ব্রাজিল ৩ ম্যাচে করেছে ৫ গোল এবং হজম করেছে ২ গোল। যার মধ্যে সর্বোচ্চ ২ গোল করেছেন ভিনি। কোয়ার্টারে এমনিতেই কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে পড়ল, তার ওপর ছন্দে থাকা ভিনিকে না পাওয়া ব্রাজিলের জন্য একটু দুশ্চিন্তারই বটে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন অনেক ম্যাচ। ব্রাজিলের জার্সিতে তেমন একটা ছন্দে থাকেন না বলে শুনতে হয় সমালোচনা। সেই সমালোচনার জবাব দিলেন ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে। ম্যাচ শেষে বলেছিলেন, ‘সব সময় আমি বলি যে কখনো নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি সব সময়। ব্রাজিলের জন্য খেলা মানে দেশের জন্য খেলা। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলি।’
হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে পরশু আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। শেষ আটের দ্বিতীয় ম্যাচে রোববার মাঠে নামবে ভেনেজুয়েলা ও কানাডা। কলম্বিয়া-পানামা ম্যাচ হবে রোববার দিবাগত রাত ৪টায়। ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা-ইকুয়েডর ৫ জুলাই সকাল ৭টা
ভেনেজুয়েলা-কানাডা ৬ জুলাই সকাল ৭টা
কলম্বিয়া-পানামা ৬ জুলাই রাত ৪টা
ব্রাজিল-উরুগুয়ে ৭ জুলাই সকাল ৭টা
আরও পড়ুন:
২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ হয়েছে আজ। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের কষ্টার্জিত ড্রয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ আটে নামার আগেই খেল বড় ধাক্কা।
বাংলাদেশ সময় আজ সকালে ক্যালিফোর্নিয়ার স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি ছিল ‘ডি’ গ্রুপের। ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল এক রকম ‘বাঁচা মরার ম্যাচ’। কলম্বিয়া পরীক্ষায় উত্তীর্ণ হলেও দুশ্চিন্তা রয়েই গেল ব্রাজিলের। ৭ মিনিটে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ে, কলম্বিয়া—টুর্নামেন্টে দু্ই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ভিনি। সেকারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ আটের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টারে উঠেছে উরুগুয়ে।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল উঠেছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে। কোস্টারিকার বিপক্ষে করেছিল গোলশূন্য ড্র। এরপর প্যারাগুয়েকে হারিয়েছিল ৪-১ গোলে। আজ কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলে পরিসংখ্যানটা হলো, এবারের কোপায় ব্রাজিল ৩ ম্যাচে করেছে ৫ গোল এবং হজম করেছে ২ গোল। যার মধ্যে সর্বোচ্চ ২ গোল করেছেন ভিনি। কোয়ার্টারে এমনিতেই কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে পড়ল, তার ওপর ছন্দে থাকা ভিনিকে না পাওয়া ব্রাজিলের জন্য একটু দুশ্চিন্তারই বটে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন অনেক ম্যাচ। ব্রাজিলের জার্সিতে তেমন একটা ছন্দে থাকেন না বলে শুনতে হয় সমালোচনা। সেই সমালোচনার জবাব দিলেন ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে। ম্যাচ শেষে বলেছিলেন, ‘সব সময় আমি বলি যে কখনো নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি সব সময়। ব্রাজিলের জন্য খেলা মানে দেশের জন্য খেলা। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলি।’
হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে পরশু আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। শেষ আটের দ্বিতীয় ম্যাচে রোববার মাঠে নামবে ভেনেজুয়েলা ও কানাডা। কলম্বিয়া-পানামা ম্যাচ হবে রোববার দিবাগত রাত ৪টায়। ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা-ইকুয়েডর ৫ জুলাই সকাল ৭টা
ভেনেজুয়েলা-কানাডা ৬ জুলাই সকাল ৭টা
কলম্বিয়া-পানামা ৬ জুলাই রাত ৪টা
ব্রাজিল-উরুগুয়ে ৭ জুলাই সকাল ৭টা
আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে