ক্রীড়া ডেস্ক
হাজার হাজার এএস রোমার সমর্থক তখন উন্মাতাল। কারও হাতে ব্যানার, কেউ দেখাচ্ছেন আতশবাজির খেলা। এর মাঝেই ধীর পায়ে এগিয়ে এলেন পাওলো দিবালা। চোখে-মুখে রাজ্যের বিস্ময়! এমন অভ্যর্থনা যেকোনো ফুটবলারের জন্যই যে স্বপ্নের মতো!
স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ দেখা গেল দিবালার মাঝেও। শুভেচ্ছা বক্তব্যের পর ফোন বের করে সমর্থকদের পেছনে রেখে তুললেন সেলফিও। এরপর আরেকটু কাছাকাছি এসে বসে পড়লেন মঞ্চেই। এমন দৃশ্য যেন দিবালার নিজেরও বিশ্বাস হচ্ছিল না।
জুভেন্টাস ছেড়ে এবারের দলবদলে এএস রোমায় এসেছেন দিবালা। হোসে মরিনহোর অধীনে আগামী মৌসুমে নতুন অভিযান শুরু করবেন এই আর্জেন্টাইন তারকা। তার আগে এমন অভ্যর্থনা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে দিবালাকে। মাঠে নামার তর যে সইছে না, সেই ইঙ্গিতও অবশ্য পাওয়া গেল দিবালার কণ্ঠে। তিনি বলেছেন, ‘আজ এমন কিছুর অভিজ্ঞতা লাভের পর আমি বুঝলাম, অলিম্পিকো স্টেডিয়াম নেমে সমর্থকদের সামনে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
সংবাদ সম্মেলনে দিবালাকে কথা বলতে হয়েছে রোমার শিরোপা সম্ভাবনা নিয়েও। দিবালা বলেছেন, ‘আমার মনে হয়, শিরোপা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে সবাই এখানে শিরোপা প্রত্যাশা করছে। রোমা ইতিমধ্যে প্রধান শিরোপা (উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ) জিতেছে। ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।’
ফুটবল খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
হাজার হাজার এএস রোমার সমর্থক তখন উন্মাতাল। কারও হাতে ব্যানার, কেউ দেখাচ্ছেন আতশবাজির খেলা। এর মাঝেই ধীর পায়ে এগিয়ে এলেন পাওলো দিবালা। চোখে-মুখে রাজ্যের বিস্ময়! এমন অভ্যর্থনা যেকোনো ফুটবলারের জন্যই যে স্বপ্নের মতো!
স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ দেখা গেল দিবালার মাঝেও। শুভেচ্ছা বক্তব্যের পর ফোন বের করে সমর্থকদের পেছনে রেখে তুললেন সেলফিও। এরপর আরেকটু কাছাকাছি এসে বসে পড়লেন মঞ্চেই। এমন দৃশ্য যেন দিবালার নিজেরও বিশ্বাস হচ্ছিল না।
জুভেন্টাস ছেড়ে এবারের দলবদলে এএস রোমায় এসেছেন দিবালা। হোসে মরিনহোর অধীনে আগামী মৌসুমে নতুন অভিযান শুরু করবেন এই আর্জেন্টাইন তারকা। তার আগে এমন অভ্যর্থনা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে দিবালাকে। মাঠে নামার তর যে সইছে না, সেই ইঙ্গিতও অবশ্য পাওয়া গেল দিবালার কণ্ঠে। তিনি বলেছেন, ‘আজ এমন কিছুর অভিজ্ঞতা লাভের পর আমি বুঝলাম, অলিম্পিকো স্টেডিয়াম নেমে সমর্থকদের সামনে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
সংবাদ সম্মেলনে দিবালাকে কথা বলতে হয়েছে রোমার শিরোপা সম্ভাবনা নিয়েও। দিবালা বলেছেন, ‘আমার মনে হয়, শিরোপা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে সবাই এখানে শিরোপা প্রত্যাশা করছে। রোমা ইতিমধ্যে প্রধান শিরোপা (উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ) জিতেছে। ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।’
ফুটবল খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
১০ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
১২ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
১৩ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
১৩ ঘণ্টা আগে