হাজার হাজার এএস রোমার সমর্থক তখন উন্মাতাল। কারও হাতে ব্যানার, কেউ দেখাচ্ছেন আতশবাজির খেলা। এর মাঝেই ধীর পায়ে এগিয়ে এলেন পাওলো দিবালা। চোখে-মুখে রাজ্যের বিস্ময়! এমন অভ্যর্থনা যেকোনো ফুটবলারের জন্যই যে স্বপ্নের মতো!
স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ দেখা গেল দিবালার মাঝেও। শুভেচ্ছা বক্তব্যের পর ফোন বের করে সমর্থকদের পেছনে রেখে তুললেন সেলফিও। এরপর আরেকটু কাছাকাছি এসে বসে পড়লেন মঞ্চেই। এমন দৃশ্য যেন দিবালার নিজেরও বিশ্বাস হচ্ছিল না।
জুভেন্টাস ছেড়ে এবারের দলবদলে এএস রোমায় এসেছেন দিবালা। হোসে মরিনহোর অধীনে আগামী মৌসুমে নতুন অভিযান শুরু করবেন এই আর্জেন্টাইন তারকা। তার আগে এমন অভ্যর্থনা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে দিবালাকে। মাঠে নামার তর যে সইছে না, সেই ইঙ্গিতও অবশ্য পাওয়া গেল দিবালার কণ্ঠে। তিনি বলেছেন, ‘আজ এমন কিছুর অভিজ্ঞতা লাভের পর আমি বুঝলাম, অলিম্পিকো স্টেডিয়াম নেমে সমর্থকদের সামনে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
সংবাদ সম্মেলনে দিবালাকে কথা বলতে হয়েছে রোমার শিরোপা সম্ভাবনা নিয়েও। দিবালা বলেছেন, ‘আমার মনে হয়, শিরোপা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে সবাই এখানে শিরোপা প্রত্যাশা করছে। রোমা ইতিমধ্যে প্রধান শিরোপা (উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ) জিতেছে। ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।’
ফুটবল খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
হাজার হাজার এএস রোমার সমর্থক তখন উন্মাতাল। কারও হাতে ব্যানার, কেউ দেখাচ্ছেন আতশবাজির খেলা। এর মাঝেই ধীর পায়ে এগিয়ে এলেন পাওলো দিবালা। চোখে-মুখে রাজ্যের বিস্ময়! এমন অভ্যর্থনা যেকোনো ফুটবলারের জন্যই যে স্বপ্নের মতো!
স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ দেখা গেল দিবালার মাঝেও। শুভেচ্ছা বক্তব্যের পর ফোন বের করে সমর্থকদের পেছনে রেখে তুললেন সেলফিও। এরপর আরেকটু কাছাকাছি এসে বসে পড়লেন মঞ্চেই। এমন দৃশ্য যেন দিবালার নিজেরও বিশ্বাস হচ্ছিল না।
জুভেন্টাস ছেড়ে এবারের দলবদলে এএস রোমায় এসেছেন দিবালা। হোসে মরিনহোর অধীনে আগামী মৌসুমে নতুন অভিযান শুরু করবেন এই আর্জেন্টাইন তারকা। তার আগে এমন অভ্যর্থনা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে দিবালাকে। মাঠে নামার তর যে সইছে না, সেই ইঙ্গিতও অবশ্য পাওয়া গেল দিবালার কণ্ঠে। তিনি বলেছেন, ‘আজ এমন কিছুর অভিজ্ঞতা লাভের পর আমি বুঝলাম, অলিম্পিকো স্টেডিয়াম নেমে সমর্থকদের সামনে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
সংবাদ সম্মেলনে দিবালাকে কথা বলতে হয়েছে রোমার শিরোপা সম্ভাবনা নিয়েও। দিবালা বলেছেন, ‘আমার মনে হয়, শিরোপা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে সবাই এখানে শিরোপা প্রত্যাশা করছে। রোমা ইতিমধ্যে প্রধান শিরোপা (উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ) জিতেছে। ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।’
ফুটবল খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে