নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী মাসে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। তার পরিবর্তে কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির ১৬তম সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। এ ব্যাপারে বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত ফিফা উইন্ডোর মধ্যে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা হয়েছে।’
ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে কম্বোডিয়া সফরে ১৫ জুন ম্যাচটি খেলবেন জামাল ভূঁইয়ারা। এর পরদিন সেখান থেকে ভারতে যাবে বাংলাদেশ। সৌদি আরব রাজি থাকলেও মূলত আবহাওয়া ও অন্যান্য কিছু বিষয় বিবেচনা করে দেশটিতে যাওয়া হচ্ছে না কাবরেরার দলের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হবে ৩ জুন। সাফ ফুটবলকে সামনে রেখে এর পরদিন থেকে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। দেশেই প্রস্তুতি নেওয়ার ব্যাপারে নাবিল আহমেদ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ শেষ হবে ৩ জুন, পরদিন থেকে কিংস অ্যারেনায় ট্রেনিং ক্যাম্প শুরু হবে।’
গত মার্চের ফিফা উইন্ডোতে সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তার আগে জামাল ভূঁইয়ারা ট্রেনিং ক্যাম্প করেছিলে সৌদিতে। সাফের আগে এবারও সেখানে যাওয়ার কথা ছিল তাঁদের।
আগামী মাসে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। তার পরিবর্তে কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির ১৬তম সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। এ ব্যাপারে বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত ফিফা উইন্ডোর মধ্যে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা হয়েছে।’
ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে কম্বোডিয়া সফরে ১৫ জুন ম্যাচটি খেলবেন জামাল ভূঁইয়ারা। এর পরদিন সেখান থেকে ভারতে যাবে বাংলাদেশ। সৌদি আরব রাজি থাকলেও মূলত আবহাওয়া ও অন্যান্য কিছু বিষয় বিবেচনা করে দেশটিতে যাওয়া হচ্ছে না কাবরেরার দলের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হবে ৩ জুন। সাফ ফুটবলকে সামনে রেখে এর পরদিন থেকে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। দেশেই প্রস্তুতি নেওয়ার ব্যাপারে নাবিল আহমেদ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ শেষ হবে ৩ জুন, পরদিন থেকে কিংস অ্যারেনায় ট্রেনিং ক্যাম্প শুরু হবে।’
গত মার্চের ফিফা উইন্ডোতে সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তার আগে জামাল ভূঁইয়ারা ট্রেনিং ক্যাম্প করেছিলে সৌদিতে। সাফের আগে এবারও সেখানে যাওয়ার কথা ছিল তাঁদের।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে