ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২২ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড জিততে চান আগামী ২০২২ কাতার বিশ্বকাপও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতার। সম্প্রতি দুজন নিজেদের এমন স্বপ্নের কথা জানিয়েছেন একে অপরের মুখোমুখি হওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারের শুরুতেই এমবাপ্পে জানিয়েছেন তিনি ভালো সাংবাদিক নন। নেইমরাকে কি প্রশ্ন করবেন সেটিই তিনি ভেবে পাচ্ছেন না! তবে সাক্ষাৎকার শুরুর পর তিনিই ছিলেন বেশি কৌশলী। নেইমরাকে উদ্দেশ্য করে এমবাপ্পে বলেছেন, ‘আমি ভালো সাংবাদিক নই, নেইমারকে আর কি বা প্রশ্ন করতে পারি? আচ্ছা তাইলে বলো, সব অর্জনের পর এখন তোমার স্বপ্ন কী?’
নেইমারের সহজ সরল উত্তর, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’ উত্তর দেওয়ার পর এমবাপ্পের উদ্দেশ্যে নেইমারের পাল্টা প্রশ্ন, তোমার তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় তাই না?’
একটু হাসি দিয়ে এমবাপ্পের কৌশলী উত্তর, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়।’ এমবাপ্পের উত্তর শুনে নেইমার সাফ জানিয়ে দেয়, ‘পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতা ছাড়া এখন তোমার বড় স্বপ্ন কি?’
এমবাপ্পে তাঁর আগের অবস্থায় অনড়। নেইমারের প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমারও স্বপ্ন। সেটি দারুণ কিছু হবে। তবে বিশ্বকাপ জিততে পারলে সেটিও দারুণ এক অর্জনই হবে।’
মুখোমুখি সাক্ষাৎকারে এমবাপ্পে বিশ্বকাপ জয় আর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের কথা জানিয়ে আরেকটি ইঙ্গিতই কি দিলেন! আগামী মৌসুমেও কি তবে এমবাপ্পে পিএসজিতেই থাকছেন?
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২২ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড জিততে চান আগামী ২০২২ কাতার বিশ্বকাপও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতার। সম্প্রতি দুজন নিজেদের এমন স্বপ্নের কথা জানিয়েছেন একে অপরের মুখোমুখি হওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারের শুরুতেই এমবাপ্পে জানিয়েছেন তিনি ভালো সাংবাদিক নন। নেইমরাকে কি প্রশ্ন করবেন সেটিই তিনি ভেবে পাচ্ছেন না! তবে সাক্ষাৎকার শুরুর পর তিনিই ছিলেন বেশি কৌশলী। নেইমরাকে উদ্দেশ্য করে এমবাপ্পে বলেছেন, ‘আমি ভালো সাংবাদিক নই, নেইমারকে আর কি বা প্রশ্ন করতে পারি? আচ্ছা তাইলে বলো, সব অর্জনের পর এখন তোমার স্বপ্ন কী?’
নেইমারের সহজ সরল উত্তর, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’ উত্তর দেওয়ার পর এমবাপ্পের উদ্দেশ্যে নেইমারের পাল্টা প্রশ্ন, তোমার তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় তাই না?’
একটু হাসি দিয়ে এমবাপ্পের কৌশলী উত্তর, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়।’ এমবাপ্পের উত্তর শুনে নেইমার সাফ জানিয়ে দেয়, ‘পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতা ছাড়া এখন তোমার বড় স্বপ্ন কি?’
এমবাপ্পে তাঁর আগের অবস্থায় অনড়। নেইমারের প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমারও স্বপ্ন। সেটি দারুণ কিছু হবে। তবে বিশ্বকাপ জিততে পারলে সেটিও দারুণ এক অর্জনই হবে।’
মুখোমুখি সাক্ষাৎকারে এমবাপ্পে বিশ্বকাপ জয় আর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের কথা জানিয়ে আরেকটি ইঙ্গিতই কি দিলেন! আগামী মৌসুমেও কি তবে এমবাপ্পে পিএসজিতেই থাকছেন?
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১০ ঘণ্টা আগে