Ajker Patrika

কোপা আমেরিকার পুরো আয়োজন কি মেসিদের দেশে

ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকার পুরো আয়োজন কি মেসিদের দেশে

ঢাকা: করোনায় পিছিয়ে যাওয়া কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ১১ জুন থেকে। লাতিন শ্রেষ্ঠত্বের এবারের আসরটি যৌথভাবে আয়োজনের দায়িত্ব পড়েছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার ওপর। কিন্তু রাজনৈতিক সহিংসতার জেরে কলম্বিয়ার নাম প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)।

এ পরিস্থিতিতে পুরো আয়োজনটি মেসিদের দেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথ আয়োজনে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এপ্রিলে কলম্বিয়ার রাজনীতি হঠাৎ করে সহিংস আকার ধারণ করে। দেশটিতে সরকারবিরোধী দাঙ্গায় প্রাণ হারায় অনেক মানুষ। যে কারণে কনমেবল যৌথ আয়োজকের নাম থেকে কলম্বিয়াকে সরিয়ে দিতে বাধ্য হয়।

এ অবস্থায় বাকি রইল আর্জেন্টিনা। কনমেবল অবশ্য পুরো দায়িত্ব আর্জেন্টিনাকে দেওয়ার কথা ভাবছে না। কারণ হঠাৎ করে আর্জেন্টিনার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এরই মধ্যে কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে।

যেখানে দেশটিতে খেলোয়াড়েরা পৌঁছানো মাত্রই নেগেটিভ আসা পর্যন্ত আইসোলেশনে রাখা হবে। কমপক্ষে তিন দিন করোনা টেস্ট করা হবে। এ পরিস্থিতিতে আর্জেন্টিনার সহ আয়োজক খুঁজছে কনমেবল। যদিও তারা এখনো এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত