আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ভালোই চাপে রাখল ইনজুরির প্রকোপ। দলটির বেশ কয়েকজন ফুটবলার ভুগছেন চোটে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম অবস্থা দলটির ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকের।
এই মুহূর্তে ইনজুরিতে আছেন অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, জ্যাডন স্যানচো, পল পগবা, ফ্রেড, এডিনসন কাভানি, অ্যারন ভান-বিস্যাকা এবং লুক শ। আর্সেনালের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছেন প্রথম দুজন। দুজনেরই চোট হাঁটুতে। বাকিদের একেক জনের একেক সমস্যা। শিষ্যদের গড়পড়তা চোটে দুশ্চিন্তায় ঘুম হারাম রাংনিকের। ম্যাচের আগের দিন বুধবার জার্মান কোচ জানালেন খেলোয়াড় সংকটে ভুগছেন তাঁরা।
জার্মান কোচের দাবি, মহারণের আগে ম্যানইউর মাত্র ১৪ জন খেলোয়াড় ফিট আছেন। আজ ম্যানইউ কোচ রাংনিক বলেছেন, 'আমাদের দলে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় দুদিন ধরে অনুশীলন করছে না। দলে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল ১৪ জন। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই (জেতার) চেষ্টা করব। দলের তরুণদের জন্য এটা বড় সুযোগ।'
চোট জর্জর ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কারণ সেরা চারে থেকে লিগ মৌসুম শেষ করতে তাদের জিততে হবে বাকি সব ম্যাচ। শুধু তাই নয়, অমঙ্গল কামনা করতে হবে লন্ডনের তিন ক্লাব চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনালের জন্য। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে ম্যানইউ এখন পয়েন্ট তালিকার ছয়ে।
৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট রোনালদোদের। দুই পয়েন্ট পিছিয়ে সাতে নেমেছে ওয়েস্টহাম ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট লিভারপুলের। শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে ৩৩ টি।
আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ভালোই চাপে রাখল ইনজুরির প্রকোপ। দলটির বেশ কয়েকজন ফুটবলার ভুগছেন চোটে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম অবস্থা দলটির ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকের।
এই মুহূর্তে ইনজুরিতে আছেন অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, জ্যাডন স্যানচো, পল পগবা, ফ্রেড, এডিনসন কাভানি, অ্যারন ভান-বিস্যাকা এবং লুক শ। আর্সেনালের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছেন প্রথম দুজন। দুজনেরই চোট হাঁটুতে। বাকিদের একেক জনের একেক সমস্যা। শিষ্যদের গড়পড়তা চোটে দুশ্চিন্তায় ঘুম হারাম রাংনিকের। ম্যাচের আগের দিন বুধবার জার্মান কোচ জানালেন খেলোয়াড় সংকটে ভুগছেন তাঁরা।
জার্মান কোচের দাবি, মহারণের আগে ম্যানইউর মাত্র ১৪ জন খেলোয়াড় ফিট আছেন। আজ ম্যানইউ কোচ রাংনিক বলেছেন, 'আমাদের দলে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় দুদিন ধরে অনুশীলন করছে না। দলে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল ১৪ জন। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই (জেতার) চেষ্টা করব। দলের তরুণদের জন্য এটা বড় সুযোগ।'
চোট জর্জর ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কারণ সেরা চারে থেকে লিগ মৌসুম শেষ করতে তাদের জিততে হবে বাকি সব ম্যাচ। শুধু তাই নয়, অমঙ্গল কামনা করতে হবে লন্ডনের তিন ক্লাব চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনালের জন্য। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে ম্যানইউ এখন পয়েন্ট তালিকার ছয়ে।
৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট রোনালদোদের। দুই পয়েন্ট পিছিয়ে সাতে নেমেছে ওয়েস্টহাম ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট লিভারপুলের। শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে ৩৩ টি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে