ক্রীড়া ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ভালোই চাপে রাখল ইনজুরির প্রকোপ। দলটির বেশ কয়েকজন ফুটবলার ভুগছেন চোটে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম অবস্থা দলটির ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকের।
এই মুহূর্তে ইনজুরিতে আছেন অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, জ্যাডন স্যানচো, পল পগবা, ফ্রেড, এডিনসন কাভানি, অ্যারন ভান-বিস্যাকা এবং লুক শ। আর্সেনালের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছেন প্রথম দুজন। দুজনেরই চোট হাঁটুতে। বাকিদের একেক জনের একেক সমস্যা। শিষ্যদের গড়পড়তা চোটে দুশ্চিন্তায় ঘুম হারাম রাংনিকের। ম্যাচের আগের দিন বুধবার জার্মান কোচ জানালেন খেলোয়াড় সংকটে ভুগছেন তাঁরা।
জার্মান কোচের দাবি, মহারণের আগে ম্যানইউর মাত্র ১৪ জন খেলোয়াড় ফিট আছেন। আজ ম্যানইউ কোচ রাংনিক বলেছেন, 'আমাদের দলে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় দুদিন ধরে অনুশীলন করছে না। দলে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল ১৪ জন। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই (জেতার) চেষ্টা করব। দলের তরুণদের জন্য এটা বড় সুযোগ।'
চোট জর্জর ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কারণ সেরা চারে থেকে লিগ মৌসুম শেষ করতে তাদের জিততে হবে বাকি সব ম্যাচ। শুধু তাই নয়, অমঙ্গল কামনা করতে হবে লন্ডনের তিন ক্লাব চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনালের জন্য। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে ম্যানইউ এখন পয়েন্ট তালিকার ছয়ে।
৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট রোনালদোদের। দুই পয়েন্ট পিছিয়ে সাতে নেমেছে ওয়েস্টহাম ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট লিভারপুলের। শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে ৩৩ টি।
আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ভালোই চাপে রাখল ইনজুরির প্রকোপ। দলটির বেশ কয়েকজন ফুটবলার ভুগছেন চোটে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম অবস্থা দলটির ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকের।
এই মুহূর্তে ইনজুরিতে আছেন অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, জ্যাডন স্যানচো, পল পগবা, ফ্রেড, এডিনসন কাভানি, অ্যারন ভান-বিস্যাকা এবং লুক শ। আর্সেনালের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছেন প্রথম দুজন। দুজনেরই চোট হাঁটুতে। বাকিদের একেক জনের একেক সমস্যা। শিষ্যদের গড়পড়তা চোটে দুশ্চিন্তায় ঘুম হারাম রাংনিকের। ম্যাচের আগের দিন বুধবার জার্মান কোচ জানালেন খেলোয়াড় সংকটে ভুগছেন তাঁরা।
জার্মান কোচের দাবি, মহারণের আগে ম্যানইউর মাত্র ১৪ জন খেলোয়াড় ফিট আছেন। আজ ম্যানইউ কোচ রাংনিক বলেছেন, 'আমাদের দলে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় দুদিন ধরে অনুশীলন করছে না। দলে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল ১৪ জন। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই (জেতার) চেষ্টা করব। দলের তরুণদের জন্য এটা বড় সুযোগ।'
চোট জর্জর ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কারণ সেরা চারে থেকে লিগ মৌসুম শেষ করতে তাদের জিততে হবে বাকি সব ম্যাচ। শুধু তাই নয়, অমঙ্গল কামনা করতে হবে লন্ডনের তিন ক্লাব চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনালের জন্য। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে ম্যানইউ এখন পয়েন্ট তালিকার ছয়ে।
৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট রোনালদোদের। দুই পয়েন্ট পিছিয়ে সাতে নেমেছে ওয়েস্টহাম ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট লিভারপুলের। শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে ৩৩ টি।
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৭ মিনিট আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৫ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ ঘণ্টা আগে