লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।
তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ।
ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি।
এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।
লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।
তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ।
ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি।
এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
২৪ মিনিট আগেআক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
২ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে