লিওনেল মেসির সামনে এখন যেন রাজ্যের ব্যস্ততা। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলের ব্যস্ততা তো শুরু হয়েছেই। আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে ব্যস্ত সূচি।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম সফরে যায় ইন্টার মায়ামি। সেই সফরে মায়ামির পুরো ৯০ মিনিট খেলা তো দূরে থাক, মূল একাদশেও তাঁর উপস্থিতি ছিল বিরল। এমনকি হংকং একাদশের বিপক্ষে না খেলানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয় মায়ামিকে। সেই সমালোচনা থেকেই যেন শিক্ষা নিয়েছে মায়ামি। নতুন মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, এমএলএসসহ প্রথম চার ম্যাচের প্রতিটিতেই খেলেন ৯০ মিনিট।
সেখানে আজ চেজ স্টেডিয়ামে মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচে মায়ামির দলেই রাখা হয়নি মেসিকে। ম্যাচও মায়ামি হেরে যায় ৩-২ গোলে। মেসির অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হলে কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে থেকেই আলোচনা করেছি। আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচে তাঁর বিশ্রাম নেওয়া দরকার। ন্যাশভিলের ম্যাচে কী হয়েছে, সেটা বাদ দিয়েই বলছি।’
মন্ট্রিল ম্যাচের আগে সর্বশেষ ম্যাচ মায়ামি খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটিতে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি। সেই ম্যাচে মায়ামির গোল দুটি করেছিলেন মেসি ও লুইস সুয়ারেজ। মেসি তো আজ ছিলেনই না মন্ট্রিলের বিপক্ষে। সুয়ারেজকেও নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। সুয়ারেজের মতো সার্জিও বুসকেতসকেও বদলি খেলোয়াড় হিসেবে খেলোনো হয়েছে। বুসকেতস, সুয়ারেজকে বদলি খেলোয়াড় হিসেবে খেলোনোর ব্যাখ্যায় মার্টিনো বলেন, ‘(সংবাদমাধ্যম) জিজ্ঞেস করেছিল দশ দিন আগে যে আমার খেলোয়াড়দের বিশ্রামে রাখার পরিকল্পনা আছে কি না। আমরা করেছি (বিশ্রাম দেওয়া)।’
লিওনেল মেসির সামনে এখন যেন রাজ্যের ব্যস্ততা। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলের ব্যস্ততা তো শুরু হয়েছেই। আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে ব্যস্ত সূচি।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম সফরে যায় ইন্টার মায়ামি। সেই সফরে মায়ামির পুরো ৯০ মিনিট খেলা তো দূরে থাক, মূল একাদশেও তাঁর উপস্থিতি ছিল বিরল। এমনকি হংকং একাদশের বিপক্ষে না খেলানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয় মায়ামিকে। সেই সমালোচনা থেকেই যেন শিক্ষা নিয়েছে মায়ামি। নতুন মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, এমএলএসসহ প্রথম চার ম্যাচের প্রতিটিতেই খেলেন ৯০ মিনিট।
সেখানে আজ চেজ স্টেডিয়ামে মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচে মায়ামির দলেই রাখা হয়নি মেসিকে। ম্যাচও মায়ামি হেরে যায় ৩-২ গোলে। মেসির অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হলে কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে থেকেই আলোচনা করেছি। আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচে তাঁর বিশ্রাম নেওয়া দরকার। ন্যাশভিলের ম্যাচে কী হয়েছে, সেটা বাদ দিয়েই বলছি।’
মন্ট্রিল ম্যাচের আগে সর্বশেষ ম্যাচ মায়ামি খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটিতে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি। সেই ম্যাচে মায়ামির গোল দুটি করেছিলেন মেসি ও লুইস সুয়ারেজ। মেসি তো আজ ছিলেনই না মন্ট্রিলের বিপক্ষে। সুয়ারেজকেও নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। সুয়ারেজের মতো সার্জিও বুসকেতসকেও বদলি খেলোয়াড় হিসেবে খেলোনো হয়েছে। বুসকেতস, সুয়ারেজকে বদলি খেলোয়াড় হিসেবে খেলোনোর ব্যাখ্যায় মার্টিনো বলেন, ‘(সংবাদমাধ্যম) জিজ্ঞেস করেছিল দশ দিন আগে যে আমার খেলোয়াড়দের বিশ্রামে রাখার পরিকল্পনা আছে কি না। আমরা করেছি (বিশ্রাম দেওয়া)।’
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৮ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৯ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৫ ঘণ্টা আগে