বিশ্বকাপের ব্যর্থতা ভুলে গতকাল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলতে নেমেছেন নেইমার। কিন্তু বিশ্বকাপ বিরতির পর ফেরাটা সুন্দর হলো না তাঁর। লাল কার্ডের মাধ্যমে লিগ ১-এর বাকি মৌসুম শুরু করলেন ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ডে নেইমার ম্যাচ থেকে ছিটকে গেলেও ছিটকে যায়নি পিএসজি। স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩টি গোলই এসেছে পিএসজির ফুটবলারদের পা থেকে। দলের হয়ে একটি গোল করেছেন এবং প্রতিপক্ষকে উপহার দিয়েছেন মারকিনিওস। আর অন্য গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।
লাল কার্ড দেখার আগে দুর্দান্তই খেলছিলেন নেইমার। ১৪ মিনিটে তাঁর পাস থেকেই দলকে এগিয়ে দেন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ মারকিনিওস। বিরতির পরেই সময় খারাপ যেতে থাকে সাবেক বার্সেলোনা তারকার। এর দায় অবশ্য তাঁর নিজেরই।
৬১ মিনিটে প্রথম হলুদ কার্ড পান নেইমার। স্ট্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে কনুই মেরে। ফিরতি মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢোকার সময় তাঁকে বাধা দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।
এ সময় চালাকি করে পড়ে যান নেইমার। দলের ও নিজের লাভ করতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন তিনি। তাঁর ইচ্ছাকৃত ডাইভ চোখ এড়ায়নি রেফারির। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখান রেফারি ক্লেঁম টারপিনে। এতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্কেও লিপ্ত হন তিনি। এ নিয়ে পিএসজির হয়ে পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন তিনি।
মারকিনিওসের গোলের পর প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি পিএসজির ফুটবলাররা। বিরতির পরেই সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে নয়, প্রতিপক্ষের খেলোয়াড়ের গোলে। গোলটি আসে পিএসজিকে এগিয়ে দেওয়া ডিফেন্ডার মারকিনিওসের পা থেকে।
ম্যাচ যখন ১-১ গোলে ড্রয়ের পথে, সেই সময়ই দলকে পেনাল্টি এনে দেন এমবাপ্পে। ম্যাচের অতিরিক্ত সময়ে তাঁকে বক্সের ভেতরে ফেলে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। স্পটকিক থেকে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফরাসি তারকা। এই জয়ে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি।
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে গতকাল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলতে নেমেছেন নেইমার। কিন্তু বিশ্বকাপ বিরতির পর ফেরাটা সুন্দর হলো না তাঁর। লাল কার্ডের মাধ্যমে লিগ ১-এর বাকি মৌসুম শুরু করলেন ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ডে নেইমার ম্যাচ থেকে ছিটকে গেলেও ছিটকে যায়নি পিএসজি। স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩টি গোলই এসেছে পিএসজির ফুটবলারদের পা থেকে। দলের হয়ে একটি গোল করেছেন এবং প্রতিপক্ষকে উপহার দিয়েছেন মারকিনিওস। আর অন্য গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।
লাল কার্ড দেখার আগে দুর্দান্তই খেলছিলেন নেইমার। ১৪ মিনিটে তাঁর পাস থেকেই দলকে এগিয়ে দেন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ মারকিনিওস। বিরতির পরেই সময় খারাপ যেতে থাকে সাবেক বার্সেলোনা তারকার। এর দায় অবশ্য তাঁর নিজেরই।
৬১ মিনিটে প্রথম হলুদ কার্ড পান নেইমার। স্ট্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে কনুই মেরে। ফিরতি মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢোকার সময় তাঁকে বাধা দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।
এ সময় চালাকি করে পড়ে যান নেইমার। দলের ও নিজের লাভ করতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন তিনি। তাঁর ইচ্ছাকৃত ডাইভ চোখ এড়ায়নি রেফারির। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখান রেফারি ক্লেঁম টারপিনে। এতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্কেও লিপ্ত হন তিনি। এ নিয়ে পিএসজির হয়ে পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন তিনি।
মারকিনিওসের গোলের পর প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি পিএসজির ফুটবলাররা। বিরতির পরেই সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে নয়, প্রতিপক্ষের খেলোয়াড়ের গোলে। গোলটি আসে পিএসজিকে এগিয়ে দেওয়া ডিফেন্ডার মারকিনিওসের পা থেকে।
ম্যাচ যখন ১-১ গোলে ড্রয়ের পথে, সেই সময়ই দলকে পেনাল্টি এনে দেন এমবাপ্পে। ম্যাচের অতিরিক্ত সময়ে তাঁকে বক্সের ভেতরে ফেলে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। স্পটকিক থেকে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফরাসি তারকা। এই জয়ে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৮ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে