পেলের মৃত্যুর প্রায় এক বছর হতে চলেছে। তবু ব্রাজিলিয়ান কিংবদন্তি এখনো যেন জীবন্ত। অসাধারণ সব রেকর্ডের জন্য তিনি অমর হয়ে আছেন কোটি কোটি ক্রীড়াপ্রেমীর মনে। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিকের মতে, পেলের ধারেকাছে যাওয়ার মতো কোনো ফুটবলার এখনো আসেননি।
ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন এনড্রিক। গত সপ্তাহে শেষ হয়েছে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ এর ২০২৩ পর্ব। গ্রেমিওর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। সিরি ‘আ’ এর রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন পালমেইরাস টানা দুইবার এই টুর্নামেন্টে হয়েছে চ্যাম্পিয়ন। এবারের ব্রাজিলিয়ান সিরি ‘আ’ তে তিনি ৩১ ম্যাচে করেছেন ১১ গোল। সাও পাওলোতে কোনো এক পৃষ্ঠপোষকের অনুষ্ঠানে যখন এনড্রিক গেছেন, তখন তাঁর (এনড্রিক) কাছে এসেছে পেলের প্রসঙ্গ। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ৭৭ গোল করে ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১৯৫৮,১৯৬২, ১৯৭০ ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে। পেলে প্রসঙ্গে এএফপিকে এনড্রিক বলেন, ‘আমি মনে করি, কেউ পেলের পা ছুঁতেও পারবে না। তিনি ফুটবলের রাজা।’
১৭ বছর বয়সে এ বছরের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় এনড্রিকের। গত ২৯ বছরে তিনি আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া কনিষ্ঠতম ফুটবলার হয়েছেন। ১৯৯৪ সালে রোনালদো নাজারিওর অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সে। রোনালদো ৯ নম্বর জার্সি পরে ব্রাজিলের হয়ে খেলতেন। তবে এনড্রিক তো এসব নিয়ে ভাবছেনই না। ব্রাজিলের তরুণ ফুটবলার বলেন, ‘অনেক খেলোয়াড়ই জাতীয় দলে ৯ নম্বর জার্সি পরতে চায়। আমার সে ব্যাপারে কোনো ভাবনা নেই। এখানে শুধুই খেলতে এসেছি। শুধুই এনড্রিক হতে চাই। দেখাতে চাই এনড্রিক কে।’
পেলের মৃত্যুর প্রায় এক বছর হতে চলেছে। তবু ব্রাজিলিয়ান কিংবদন্তি এখনো যেন জীবন্ত। অসাধারণ সব রেকর্ডের জন্য তিনি অমর হয়ে আছেন কোটি কোটি ক্রীড়াপ্রেমীর মনে। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিকের মতে, পেলের ধারেকাছে যাওয়ার মতো কোনো ফুটবলার এখনো আসেননি।
ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন এনড্রিক। গত সপ্তাহে শেষ হয়েছে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ এর ২০২৩ পর্ব। গ্রেমিওর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। সিরি ‘আ’ এর রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন পালমেইরাস টানা দুইবার এই টুর্নামেন্টে হয়েছে চ্যাম্পিয়ন। এবারের ব্রাজিলিয়ান সিরি ‘আ’ তে তিনি ৩১ ম্যাচে করেছেন ১১ গোল। সাও পাওলোতে কোনো এক পৃষ্ঠপোষকের অনুষ্ঠানে যখন এনড্রিক গেছেন, তখন তাঁর (এনড্রিক) কাছে এসেছে পেলের প্রসঙ্গ। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ৭৭ গোল করে ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১৯৫৮,১৯৬২, ১৯৭০ ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে। পেলে প্রসঙ্গে এএফপিকে এনড্রিক বলেন, ‘আমি মনে করি, কেউ পেলের পা ছুঁতেও পারবে না। তিনি ফুটবলের রাজা।’
১৭ বছর বয়সে এ বছরের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় এনড্রিকের। গত ২৯ বছরে তিনি আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া কনিষ্ঠতম ফুটবলার হয়েছেন। ১৯৯৪ সালে রোনালদো নাজারিওর অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সে। রোনালদো ৯ নম্বর জার্সি পরে ব্রাজিলের হয়ে খেলতেন। তবে এনড্রিক তো এসব নিয়ে ভাবছেনই না। ব্রাজিলের তরুণ ফুটবলার বলেন, ‘অনেক খেলোয়াড়ই জাতীয় দলে ৯ নম্বর জার্সি পরতে চায়। আমার সে ব্যাপারে কোনো ভাবনা নেই। এখানে শুধুই খেলতে এসেছি। শুধুই এনড্রিক হতে চাই। দেখাতে চাই এনড্রিক কে।’
প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৪ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগে