ক্রীড়া ডেস্ক
একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে