একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে