Ajker Patrika

সিটির খুশির দিনে দুশ্চিন্তা বাড়ালেন হালান্ড

ক্রীড়া ডেস্ক    
ম্যান সিটি জয়ের দিনে আর্লিং হালান্ডকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। ছবি: এএফপি
ম্যান সিটি জয়ের দিনে আর্লিং হালান্ডকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। ছবি: এএফপি

এই ভালো, এই খারাপ—ম্যানচেস্টার সিটির অবস্থা যে এমনই। একটু সুখবর পায় তো পরক্ষণে পায় দুঃসংবাদ। ম্যান সিটির গত রাতের ঘটনা দেখলে আরও স্পষ্ট বোঝা যাবে। এফএ কাপের সেমিফাইনালে ওঠার রাতে প্রিমিয়ার লিগের ক্লাবটির দুশ্চিন্তা বেড়েছে আর্লিং হালান্ডকে নিয়ে।

ভাইটালিটি স্টেডিয়ামে গত রাতে কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২–১ গোলে হারিয়েছে ম্যান সিটি। পিছিয়ে থাকা ম্যান সিটিকে ৪৯ মিনিটে সমতায় ফিরিয়েছেন হালান্ড। গোলের কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতড়াতে থাকেন নরওয়ের এই স্ট্রাইকার। ৫২ মিনিটে হালান্ডকে ফাউল করেন বোর্নমাউথের ডিফেন্ডার লুইস কুক। প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান হালান্ড। ৬১ মিনিটে তাঁকে উঠিয়ে নেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। যদিও হালান্ডের কী অবস্থা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি গার্দিওলা।

কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিপক্ষে ২০ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। গোলটি করেন বোর্নমাউথের স্ট্রাইকার ইভানিলসন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরানোর পর চোটে পড়ে মাঠ ছাড়েন হালান্ড। তাঁর বদলি হিসেবে নামেন ওমর মারমুশ। ৬৩ মিনিটে সিটির দ্বিতীয় গোল করেন মারমুশ। ২-১ গোলে জিতে এফএ কাপে টানা সপ্তমবারের মতো সেমিফাইনালে উঠল সিটি। ম্যান সিটির দুটি গোলেই অ্যাসিস্ট করেন নিকো ও’রেলি।

এফএ কাপের আরেক কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে প্রেস্টন নর্থ ইন্ডকে ৩–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ২৬ এপ্রিল সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ভিলা। একই দিনে অপর সেমিফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। এখন পর্যন্ত সাতবার এফএ কাপ জিতেছে ম্যান সিটি। সবশেষ জিতেছে ২০২৩ সালে।

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আগেভাগেই ম্যান সিটির বিদায়ঘণ্টা বেজে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে সিটি। সমান ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এফএ কাপ জিতে তাই মৌসুম শেষ করার একমাত্র সুযোগ সিটির সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত