২০২২ ফুটবল বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকালকেই প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গতকাল প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল রেইমস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পিএসজির এই তিন তারকাকে নিয়ে মজা করেছেন রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদ।
পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। প্যারিসিয়ানদের নিশ্চিত জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই গোল করেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে করা এই ফরোয়ার্ডের গোলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
আবদেলহামিদের মতে, মেসি, এমবাপ্পে, নেইমাররা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেন না। ম্যাচ শেষে রেইমস অদিনায়ক বলেন, ‘তাদের রক্ষণভাগ অতিক্রম করা খুব সহজ ছিল। কারণ সামনের সারির তিনজন (মেসি, এমবাপ্পে, নেইমার) আক্রমণ ঠেকাতে পারে না। আমরা জানতাম যে যদি প্রথম লাইন পেরোতে পারি, তারা সবাই মিলেও আক্রমণ ঠেকাতে পারবে না। আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি। ম্যাচে তাই অনেক সুযোগ তৈরি করেছি।’
লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। রয়েছে ঠিকই। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। লাঁসও খেলেছে ২০ ম্যাচ।
২০২২ ফুটবল বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকালকেই প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গতকাল প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল রেইমস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পিএসজির এই তিন তারকাকে নিয়ে মজা করেছেন রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদ।
পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। প্যারিসিয়ানদের নিশ্চিত জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই গোল করেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে করা এই ফরোয়ার্ডের গোলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
আবদেলহামিদের মতে, মেসি, এমবাপ্পে, নেইমাররা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেন না। ম্যাচ শেষে রেইমস অদিনায়ক বলেন, ‘তাদের রক্ষণভাগ অতিক্রম করা খুব সহজ ছিল। কারণ সামনের সারির তিনজন (মেসি, এমবাপ্পে, নেইমার) আক্রমণ ঠেকাতে পারে না। আমরা জানতাম যে যদি প্রথম লাইন পেরোতে পারি, তারা সবাই মিলেও আক্রমণ ঠেকাতে পারবে না। আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি। ম্যাচে তাই অনেক সুযোগ তৈরি করেছি।’
লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। রয়েছে ঠিকই। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। লাঁসও খেলেছে ২০ ম্যাচ।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১২ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
২ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে