সমালোচনার জবাব পারফরম্যান্সে দিতেই পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোর। আল খালিজের বিপক্ষে সৌদি প্রো লিগে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। তাঁকে নিয়ে নেটিজেনরা তুমুল সমালোচনা করেন। একই প্রতিপক্ষের বিপক্ষে গত রাতে করলেন জোড়া গোল। তাঁর দল আল নাসর উঠে গেল কিংস কাপের ফাইনালে।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে হয়েছে আল নাসর-আল খালিজ কিংস কাপের সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে আল নাসর বেশ দাপট দেখিয়ে খেলে। আল খালিজকে ৩-১ গোলে উড়িয়ে দেয় তারা। ৫৯ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর শট নেয় ১২টি। ম্যাচে আল নাসর জিতলেও পরিসংখ্যানই বলে দিচ্ছে, আল খালিজের গোলরক্ষক কতটা দুর্দান্ত ছিলেন। অন্যদিকে আল খালিজ বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্যে তারা করে ২টি শট।
আল নাসর গোলমুখ খোলে ম্যাচের ১৭ মিনিটে। দলটির স্ট্রাইকার আল ইয়াহিয়া প্রথমে পাস দেন রোনালদোকে। রোনালদোর শট প্রথমে ক্লিয়ার করতে যান আল খালিজের গোলরক্ষক ইব্রাহিম সেহিক। এরপর দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে জড়ান রোনালদো।
ম্যাচে দ্বিতীয় গোল হয় ৩১ মিনিটে। ৩৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আল নাসর। বেশির ভাগ সময় পেনাল্টি নিতে রোনালদোকে এগিয়ে আসতে দেখা যায় ঠিকই। তবে এবার পেনাল্টি নেন সাদিও মানে। স্পটকিক থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান তিন গুণ করে। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। প্রথমবার তাঁর শট ব্যর্থ হলেও ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। ৮২ মিনিটে আল খালিজের ব্যবধান কমানো গোলটি করেন ফাওয়াজ আল তোরাইস।
পেনাল্টি নিলে হয়তো রোনালদোর ক্যারিয়ারে যোগ হতো আরও এক হ্যাটট্রিক। সেটা না হলেও দলের দুর্দান্ত জয়ে অবদান রাখতে পেরে তিনি যে উচ্ছ্বসিত, তা বোঝা গেছে ম্যাচ শেষে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দেন, ‘কিংস কাপের ফাইনাল। চলো এগিয়ে যাই।’
কিংস কাপের আরেক সেমিফাইনালে গত পরশু মুখোমুখি হয় আল ইত্তিহাদ ও আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আল হিলাল। ২৫ ও ৮১ মিনিটে আল হিলালের গোল ২টি করেন মাইকেল ও সৌদ আবদুল হামিদ। ৬৭ মিনিটে গোল করেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড আবদেল রাজ্জাক হামদাল্লাহ।
সমালোচনার জবাব পারফরম্যান্সে দিতেই পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোর। আল খালিজের বিপক্ষে সৌদি প্রো লিগে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। তাঁকে নিয়ে নেটিজেনরা তুমুল সমালোচনা করেন। একই প্রতিপক্ষের বিপক্ষে গত রাতে করলেন জোড়া গোল। তাঁর দল আল নাসর উঠে গেল কিংস কাপের ফাইনালে।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে হয়েছে আল নাসর-আল খালিজ কিংস কাপের সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে আল নাসর বেশ দাপট দেখিয়ে খেলে। আল খালিজকে ৩-১ গোলে উড়িয়ে দেয় তারা। ৫৯ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর শট নেয় ১২টি। ম্যাচে আল নাসর জিতলেও পরিসংখ্যানই বলে দিচ্ছে, আল খালিজের গোলরক্ষক কতটা দুর্দান্ত ছিলেন। অন্যদিকে আল খালিজ বল দখলে রাখে ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্যে তারা করে ২টি শট।
আল নাসর গোলমুখ খোলে ম্যাচের ১৭ মিনিটে। দলটির স্ট্রাইকার আল ইয়াহিয়া প্রথমে পাস দেন রোনালদোকে। রোনালদোর শট প্রথমে ক্লিয়ার করতে যান আল খালিজের গোলরক্ষক ইব্রাহিম সেহিক। এরপর দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে জড়ান রোনালদো।
ম্যাচে দ্বিতীয় গোল হয় ৩১ মিনিটে। ৩৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আল নাসর। বেশির ভাগ সময় পেনাল্টি নিতে রোনালদোকে এগিয়ে আসতে দেখা যায় ঠিকই। তবে এবার পেনাল্টি নেন সাদিও মানে। স্পটকিক থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান তিন গুণ করে। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। প্রথমবার তাঁর শট ব্যর্থ হলেও ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। ৮২ মিনিটে আল খালিজের ব্যবধান কমানো গোলটি করেন ফাওয়াজ আল তোরাইস।
পেনাল্টি নিলে হয়তো রোনালদোর ক্যারিয়ারে যোগ হতো আরও এক হ্যাটট্রিক। সেটা না হলেও দলের দুর্দান্ত জয়ে অবদান রাখতে পেরে তিনি যে উচ্ছ্বসিত, তা বোঝা গেছে ম্যাচ শেষে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দেন, ‘কিংস কাপের ফাইনাল। চলো এগিয়ে যাই।’
কিংস কাপের আরেক সেমিফাইনালে গত পরশু মুখোমুখি হয় আল ইত্তিহাদ ও আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আল হিলাল। ২৫ ও ৮১ মিনিটে আল হিলালের গোল ২টি করেন মাইকেল ও সৌদ আবদুল হামিদ। ৬৭ মিনিটে গোল করেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড আবদেল রাজ্জাক হামদাল্লাহ।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪৪ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে